SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন 'কারচুপি'! 'পুরো হযবরল...' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

SSC Teacher Recruitment: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে উঠে এল তাৎপর্যপূর্ণ তথ্য। কমিশনের হিসেবেই পরিসংখ্যান বলছে নবম-দশমে ভুয়ো চাকরির সুপারিশ ১৮৩টি।

এস এস সি নিয়োগ: নবম দশমে ব্যাপক কারচুপি
এস এস সি নিয়োগ: নবম দশমে ব্যাপক কারচুপি
#কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের, এস এস সি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে উঠে এল তাৎপর্যপূর্ণ তথ্য। কমিশনের হিসেবেই পরিসংখ্যান বলছে নবম-দশমে ভুয়ো চাকরির সুপারিশ ১৮৩টি। নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই দেওয়া কারচুপি করা ৪০ ওএমআর শিট জনসমক্ষে আনতে চায় আদালত।
নবম-দশম শ্রেনীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, পরীক্ষায় ওএমআর শিটে ৭ প্রশ্নের উত্তর দিয়েছেন পরীক্ষার্থী। যার মধ্যে সঠিক উত্তর ৫ টি। এসএসসি মেধাতালিকায় পরীক্ষার্থী মাম্পি বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর ৫৩। ৪৮ নম্বর কারচুপি করে বাড়িয়ে ওয়েটিং লিস্টে ২১ নম্বরে থাকেন মাম্পি। শুধু তাই নয় নিয়োগও পান।"
advertisement
advertisement
'ছিলো রুমাল হয়ে গেল বেড়াল। পুরো হযবরল! ছিলো ডিম হল প্যাঁকপেঁকে হাঁস।' নজিরবিহীন এই কারচুপি জেনে বুধবার এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই দেওয়া কারচুপি করা ৪০ ওএমআর শিট জনসমক্ষে আনতে চায় আদালত। 'এসএসসি ওয়েবসাইটে প্রকাশ হোক এই ৪০ ওএমআর শিট। নিজেদের সই ও খাতা(OMR) দেখে মিলিয়ে নিক চাকরিপ্রাপকরা।' এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
কী হবে কারচুপির ওএমআর শিটের ভবিষ্যৎ, উত্তর সম্ভবত মিলবে আগামিকাল। কাল আবারও এই মামলার শুনানি। ৯৫২ ওএমআর শিটে কারচুপি ধরা পড়েছে। তবে আপাতত ৯৫২ হলেও কারচুপি সংখ্যা আরও বাড়তে পারে বলেই দাবি করা হচ্ছে সিবিআই-সূত্রে। এদের মধ্যে ৭৯৬ জন ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন। ১৫৬ নিয়োগের অপেক্ষমান তালিকায় রয়েছেন। নবম-দশম শিক্ষক নিয়োগ নিয়ে এই মর্মে দুর্নীতির তথ্য আদালতে আজ পেশ করে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন 'কারচুপি'! 'পুরো হযবরল...' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement