সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সাপোর্ট অফিসারের পদে নিয়োগের জন্য এসবিআই-এর অবসরপ্রাপ্ত প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই অনলাইনে আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করার শেষ দিন হল আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে অবসর নিয়ে বসে আছেন? আবারও চাকরি করতে পারেন! দারুণ সুযোগ দিচ্ছে SBI
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) |
পদের নাম | সাপোর্ট অফিসার |
শূন্য পদের সংখ্যা | ৯ |
কাজের স্থান | হায়দরাবাদ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ১৮.০৩.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১.০৪.২০২৩ |
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। কারণ আবেদনকারী প্রার্থীরা এসবিআই-এর অবসরপ্রাপ্ত আধিকারিক। প্রাক্তন অফিসারা যাঁরা সিএমপিওসি-তে আগে কাজ করেছেন এবং যাঁদের সিএমপিওসি-র কাজের জ্ঞান রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ৪০০০০ টাকা - ৪৫০০০ টাকা।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হল ৬৩ বছর।
আরও পড়ুন: ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত অফিসারদের জন্য দারুণ সুখবর! SBI-এ চাকরির জন্য আবেদন করুন
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
নির্বাচিত প্রাথীদের প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। এই মেয়াদ অবশ্য ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের পদ্ধতি
শর্টলিস্টিং এবং পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Jobs, Central govt jobs, Job News, SBI