স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিজনেস করেসপন্ডেন্ট ফেসিলিটেটর পদে নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিকদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই sbi.co.in -এ গিয়ে আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই আরবিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করার শেষ দিন আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এসবিআই আরবিও রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮৬৮টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) |
পদের নাম | বিজনেস করেসপন্ডেন্ট ফেসিলিটেটর |
শূন্য পদের সংখ্যা | ৮৬৮ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের তারিখ | ৩১.০৩.২০২৩ |
এসবিআই আরবিও রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
এই পদে নিয়োগের জন্য তেমন কোনও শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি। কারণ প্রার্থীরা সকলেই এসবিআই, ই-এবি এবং অন্য পিএসবি-র অবসরপ্রাপ্ত আধিকারিক।
এসবিআই আরবিওরিক্রুটমেন্ট ২০২৩: অভিজ্ঞতা ও দক্ষতা
অবসরপ্রাপ্ত আধিকারিকদের পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত দক্ষতাও থাকতে হবে। এ-ছাড়াও পোস্টের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রার্থীদের বিশেষ দক্ষতা/ অ্যাপ্টিটিউড/ কোয়ালিটি থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে অবসর নিয়ে বসে আছেন? আবারও চাকরি করতে পারেন! দারুণ সুযোগ দিচ্ছে SBI
এসবিআই আরবিও রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের পদ্ধতি
শর্টলিস্টিং এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই প্রার্থীদের বাছাই করা হবে, এমনটা নয়। ব্যাঙ্ক দ্বারা গঠিত শর্টলিস্টিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেই ভিত্তিতেই শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
আরও পড়ুন: এই মাসেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়োগ পরীক্ষা, অফিসিয়াল ওয়েবসাইটে কবে হল টিকিট প্রকাশ পাবে
এসবিআই আরবিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের ভ্যালিড ই-মেল আইডি থাকা বাঞ্ছনীয়। ফল প্রকাশ পর্যন্ত তা সক্রিয় রাখতেই হবে। এতে কল লেটার/ ইন্টারভিউ পরামর্শ ইত্যাদি পেতে সুবিধা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Jobs, Central govt jobs, Job News, SBI