SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! শূন্য পদ সহস্রাধিক! বেশি দেরি না করে আজই আবেদন করুন!
- Published by:Salmali Das
- Written by:Trending Desk
Last Updated:
SBI Recruitment 2023: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চ্যানেল ম্যানেজার ও সাপোর্ট অফিসার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চ্যানেল ম্যানেজার ও সাপোর্ট অফিসার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শেষ দিন হল আগামী ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ। সে ক্ষেত্রে প্রার্থীরা এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি গিয়ে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন!
advertisement
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
সংস্থা: | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) |
পদের নাম: | চ্যানেল ম্যানেজার ও সাপোর্ট অফিসার |
শূন্যপদের সংখ্যা: | ১০৩১ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০১.০৪.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ৩০.০৪.২০২৩ |
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১০৩১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর - ৮২১টি পদ
চ্যানেল ম্যানেজার সুপারভাইজার - ১৭২টি পদ
সাপোর্ট অফিসার - ৩৮টি পদ
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: যোগ্যতা
এই পদের জন্য এসবিআই-এর অবসরপ্রাপ্ত আধিকারিকরাই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
advertisement
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের শর্টলিস্টিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ১০০ নম্বরের ইন্টারভিউ মেওয়া হবে। আর কোয়ালিফাইং নম্বর কী হবে, সেই সিদ্ধান্ত নেবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://sbi.co.in/documents/77530/25386736/310323-Advertisement+Anytime+Channel+01.04.2023.pdf/0c34b846-b3c4-9fd5-b3e9-6a0a5d308a88?t=1680266348551 ক্লিক করতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 2:16 PM IST