Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমটেক পড়তে চান? নিয়ম জেনে আজই আবেদন করুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Calcutta University: বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে https://www.caluniv-ucsta.net/mtech/ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাস্টার্স অফ টেকনোলজি (এমটেক)-তে ভর্তির জন্য আবেদনপত্র চেয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে https://www.caluniv-ucsta.net/mtech/ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাস্টার্স অফ টেকনোলজি (এমটেক)-তে ভর্তির জন্য আবেদনপত্র চেয়েছে।
নতুন ২০২৩-২৪ বর্ষের জন্য পড়ুয়ারা ভর্তি হতে পারবেন এই কোর্সে। বিজ্ঞপ্তি অনুসারে, ২ বছরের এই কোর্সটি ৪টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। পাশপাশি,এই কোর্সটি পার্ট টাইম করারও সুবিধা রয়েছে। সেক্ষত্রে পার্ট টাইম কোর্সটি ৩ বছরের হবে যা ৬টি সেমিস্টারে ভাগ করা হয়েছে।
advertisement
advertisement
২ এবং ৩ বছরের কোর্সটি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন ভাগে আবেদনের যোগ্যতাও আলাদা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি বিশদে প্রতিটি ভাগের যোগ্যতার কথা বলা আছে। এই সংক্রান্ত তথ্য বিশদে জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি https://www.caluniv-ucsta.net/mtech/ নিয়মিত দেখতে পারেন। তাছাড়াও, এই সংক্রান্ত কোনও তথ্য বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডি বা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
advertisement
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। তার জন্য প্রথমেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ‘অ্যাডমিশনে’ অপশানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমে ৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। চলতি বছর জুলাইয়ের মধ্যে শুরু হবে এমটেক-এর ২০২৩-২৪ বর্ষের ক্লাস।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 9:51 PM IST