নয়া দিল্লি: ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE দশম, দ্বাদশ শ্রেণির জন্য সিলেবাস, স্যাম্পেল পেপার প্রকাশ করেছে। CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির এই স্যাম্পেল পেপার এখন অফিসিয়াল ওয়েবসাইট cbseacademic.nic.in -এ পাওয়া যাচ্ছে।
সিবিএসই-র স্যাম্পেল পেপারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জুলাই মাসে স্যাম্পেল পেপার প্রকাশ করা হয়। তবে এ বছর শিক্ষাবর্ষের আগেই নমুনা পত্র প্রকাশ করেছে বোর্ড। সিবিএসই সার্কুলার অনুসারে, সিবিএসই অনুমোদিত স্কুলগুলির জন্য নতুন একাডেমিক সেশন ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে।
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
শুধুমাত্র স্যাম্পেল পেপার নয়, সিবিএসই বোর্ড ইতিমধ্যে সিলেবাসও প্রকাশ করেছে। বোর্ডের ওয়েবসাইটে ইতিমধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য পাঠ্যক্রমের বিষয়বস্তু সম্পূর্ণ পিডিএফ আকারে রয়েছে। পড়ুয়ারা চাইলে সেখানে থেকে ডাউনলোড করে দেখতে পারেন। সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা হয়ে গিয়েছে। বর্তমানে দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। ফলে আগে থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রস্তুতির শুরু করে দিতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো
আরও পড়ুন, ঘাড়ের গঠনই জানিয়ে দেয় কার চরিত্র ঠিক কেমন! জানুন সামুদ্রিক শাস্ত্র কী বলছে
প্রসঙ্গত, এই বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল। দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং ৫ এপ্রিল পর্যন্ত চলেছিল। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBSE, CBSE Syllabus