BEL Recruitment 2023: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন!
- Published by:Salmali Das
- Written by:Trending Desk
Last Updated:
BEL Recruitment 2023: সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে প্রজেক্ট অফিসার- I এবং ট্রেনি অফিসার– I পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।
সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে প্রজেক্ট অফিসার- I এবং ট্রেনি অফিসার– I পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
সংস্থা: | ভারত ইলেকট্রনিক্স লিমিটেড |
পদের নাম: | প্রজেক্ট অফিসার- I এবং ট্রেনি অফিসার– I |
শূন্যপদের সংখ্যা: | ৩ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৫.০৪.২০২৩ |
advertisement
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকালঃ
প্রজেক্ট অফিসার- I- ৩ বছরের জন্য
ট্রেনি অফিসার– I- ২ বছরের জন্য
প্রার্থীরা পঞ্চকুলা ইউনিট, নভি মুম্বই ইউনিট এবং দিল্লি ইউনিটে আবেদন করতে পারেন।
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
প্রজেক্ট অফিসার- I- সর্বোচ্চ ৩২ বছর
ট্রেনি অফিসার– I- সর্বোচ্চ ২৮ বছর
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
প্রজেক্ট অফিসার- I- নির্বাচিত প্রার্থীরা ১ম বছরের জন্য প্রতি মাসে ৪০০০০ টাকা, ২য় বছরের জন্য ৪৫০০০ টাকা, ৩য় বছরের জন্য ৫০০০০ টাকা এবং ৪র্থ বছরের জন্য ৫৫০০০ টাকা বেতন পাবেন।
advertisement
ট্রেনি অফিসার– I- ১ম বছরের জন্য প্রতি মাসে ৩০০০০ টাকা, ২য় বছরের জন্য ৩৫০০০ টাকা এবং ৩য় বছরের জন্য ৪০০০০ টাকা বেতন পাবেন।
আরও পড়ুনঃ সিবিআই-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে? জানতে পড়ুন
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
advertisement
প্রার্থীদের হিন্দিতে যোগাযোগ করার দক্ষতা সহ এমএ (হিন্দি) ডিগ্রি বা যে কোনও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট অফিসার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ২ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেমন হিন্দিতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ট্রান্সলেশনের কাজ, ইংরেজি থেকে হিন্দিতে ট্রান্সলেটের কাজ ইত্যাদি। অভিজ্ঞতা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে নতুন প্রার্থীরাও ট্রেনি অফিসার-I পদের জন্য আবেদন করতে পারেন।
advertisement
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে এবং তারপরে শুধুমাত্র সেই সকল প্রার্থীদেরই ইন্টারভিউ নেওয়া হবে যাঁরা ১:৫ অনুপাতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন।
বিইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র প্রেস্ক্রাইব মোডে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Dy. General Manager (HR& A), Bharat Electronics Limited, 405, Industrial Area Phase III, Haryana 134113’। আবেদনের সময় এনভেলাপের ওপরে “RECRUITMENT OF TRAINEE / PROJECT OFFICER (OL) –I” উল্লেখ করে দিতে হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/04/BEL-Recruitment-2023-2.pdf ক্লিক করতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 7:35 PM IST