CBI Recruitment 2023: সিবিআই-তে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে? জানতে পড়ুন
- Published by:Teesta Barman
- Written by:Trending Desk
Last Updated:
CBI Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন হল আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখ।
সম্প্রতি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালটেন্ট পদে নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত সিবিআই আধিকারিকদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সিবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন হল আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
সিবিআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদন ফর্ম পূরণ করে বায়োডেটা-সহ যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে পাঠিয়ে দিতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
সিবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) |
পদের নাম | কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | নয়াদিল্লি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের তারিখ | ১৪.০৪.২০২৩ |
advertisement
সিবিআই রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
যেসব সিবিআই আধিকারিক সাব-ইনস্পেক্টর হিসেবে অবসর গ্রহণ করেছিলেন, তাঁরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
সিবিআই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৪ বছর।
advertisement
সিবিআই রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অস্থায়ী চুক্তির ভিত্তিতে ১ বছরের মেয়াদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
সিবিআই রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীরা স্থায়ী মাসিক বেতন পাবেন। সেই সঙ্গে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স হিসেবে মিলবে ৩৬০০ টাকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 3:43 PM IST