সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রেগুলার এবং চুক্তির ভিত্তিতে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯ মে, ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। প্রার্থীরা অনলাইনেও আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ইস্ট কোস্ট রেলওয়ের অধীনে রেলে চাকরির বিরাট সুযোগ! জানুন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই |
পদের নাম: | স্পেশালিস্ট ক্যাডার অফিসার |
শূন্য পদের সংখ্যা: | ২১৭ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৯.০৫.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের তরফে মোট ২১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
রেগুলার-ভিত্তিক – ১৮২টি পদ
চুক্তি-ভিত্তিক – ৩৫টি পদ
আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগের মহাসুযোগ! বিশদ জেনে নিন
আবেদনের যোগ্যতা:- সমস্ত প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক বিষয়ে বিই/বিটেক বা সমমানের ডিগ্রি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমসিএ বা এমটেক/এমএসসি ডিগ্রি প্রাপ্তরাও আবেদনের যোগ্য।
বয়সসীমা:- উপরে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৩১ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:- রেগুলার ভিত্তিতে নিযুক্ত প্রার্থীরা বার্ষিক ১৫ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা সিটিসি পাবেন। আর চুক্তির ভিত্তিতে নিযুক্ত প্রার্থীরা বার্ষিক ১৯ লক্ষ টাকা থেকে ৩১ লক্ষ টাকা সিটিসি পাবেন।
আবেদন ফি:- এই পদের জন্য আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। তবে এসসি/এসটি/পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি মকুব করা হয়েছে।
আবেদন পদ্ধতি:- এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।