রেলে চাকরির মহা সুযোগ! বিপুল পদে RPF নিয়োগ, তবে সরকারি এই বিবৃতি না জানলে বিপদ!

Last Updated:

Railway Recruitment fraud alert: গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া মারফত এক চাঞ্চল্যকর নিয়োগের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে দেশে। এবারেও নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেল সম্পর্কিত।

সরকারি চাকরি দেশবাসীকে নিরাপত্তা দেয় নিঃসন্দেহে। কোভিড অতিমারীর সময়ে দেশের অনেক প্রতিষ্ঠানের দরজায় তালা পড়া, অনেক লোক ছাঁটাই, অনেক নতুন নিয়োগ বন্ধের মতো অপ্রীতিকর ঘটনা কর্মজগতে ঘটলেও সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়ম মেনেই। অনিবার্য কিছু কারণে অবশ্য সরকারি কয়েকটি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বও দেখা গিয়েছে, এও স্বীকার না করলেই নয়। ভারতীয় রেল এবং ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে যেমন এই ঘটনা ঘটেছে। আর তারই সুযোগ নিয়েছে প্রতারকরা। বিশেষ করে রেলে চাকরির একাধিক ভুয়ো বিজ্ঞপ্তি গত কয়েক বছরে প্রকাশ্যে এসেছে। সৌভাগ্যবশত, প্রেস ইনফরমেশন ব্যুরো, সংক্ষেপে পিআইবি সদা তৎপর সত্য প্রকাশে। এবারেও তার অন্যথা হল না।
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া মারফত এক চাঞ্চল্যকর নিয়োগের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে দেশে। এবারেও নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেল সম্পর্কিত। সেই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে ভারতীয় রেলের রেলওয়ে প্রোটেকশন ফোর্স, সংক্ষেপে আরপিএফ-এর অধীনে ১৯৮০০ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। স্বাভাবিক ভাবেই এই বিপুল নিয়োগের খবরে আশার আলো দেখেছেন বহু কর্মপ্রার্থী। তাঁদের যাতে কোনও রকম আর্থিক ক্ষতি না হয়, সেই বিষয়টি এবং তার সঙ্গে সত্য উদ্ঘাটনের স্বার্থে এবার বয়ান জারি করল প্রেস ইনফরমেশন ব্যুরো।
advertisement
কী বলা হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর এই ভারতীয় রেলের চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে?
advertisement
প্রেস ইনফরমেশন ব্যুরো সাফ জানিয়ে দিয়েছে যে সরকারের রেল মন্ত্রকের তরফ থেকে এই জাতীয় কোনও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। "রেলওয়ে প্রোটেকশন ফোর্সে ১৯৮০০ কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত এক সন্দেহজনক বার্তা গত কয়েক দিন ধরে দেশের কিছু সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রে ঘুরে বেড়াচ্ছে। অবগতির স্বার্থে এটা জানানো হচ্ছে যে রেল মন্ত্র বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে এই জাতীয় কোনও খবর তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রকা করা হয়নি", জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
advertisement
শুধু প্রেস ইনফরমেশন ব্যুরো-ই নয়, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সংক্ষেপে আরআরবি-র তরফ থেকেও এই বিষয়ে জনতাকে সচেতন করা হয়েছে। "আবারও বলা হচ্ছে যে খবরটি নকল এবং সবার এটিকে অগ্রাহ্য করাই ঠিক হবে", জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
রেলে চাকরির মহা সুযোগ! বিপুল পদে RPF নিয়োগ, তবে সরকারি এই বিবৃতি না জানলে বিপদ!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement