৬০,০০০ প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Primary Teachers Recruitment: প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সম্পূর্ণ নম্বর বিভাজন-সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে'র।
#কলকাতা: প্রাথমিক নিয়োগে স্বচ্ছতা আনতে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৬০০০০ প্রাথমিক শিক্ষকের 'মেধার' হিসেব চায় উচ্চ আদালত। ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর বিভাজন-সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সম্পূর্ণ নম্বর বিভাজন-সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে'র। ২০১৪ TETথেকে নিযুক্ত এই ৬০০০০ প্রাথমিক শিক্ষকের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৬ ও ২০২০ নিয়োগ প্রক্রিয়া থেকে নিযুক্ত এই ৬০০০০ প্রাথমিক শিক্ষক।
advertisement
advertisement
এদিকে, হাইকোর্টের নির্দেশ মেনে সময়সীমার আগেই চাকরির সুপারিশপত্র দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্ন ভুল মামলায় ১৮৭ জনকে চাকরির নির্দেশ তিন দফায় দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মধ্যে ১৮৫ জনের চাকরির সুপারিশ পত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে গতকাল বৃহস্পতিবারই পাঠিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আজ শুক্রবার বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন ওই চাকরি প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। সম্প্রতি তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়। এ দিন পুরো তালিকা তৈরি করে ইতিমধ্যেই বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ১৮৫ জনের নাম, মেধা তালিকা আকারে।
advertisement
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই নির্দেশও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৮৭ জনকে নিয়োগ করার জন্য নির্দেশ দেন তিনি। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে নিয়োগ করার নির্দেশ ছিল।
view commentsLocation :
First Published :
September 23, 2022 4:52 PM IST