পুজোর আগে ডেঙ্গি নিয়ে চূড়ান্ত সতর্কতা রাজ্যে! শহরজুড়ে 'দু'দফা' সাফাই অভিযান, 'বড়' নির্দেশ পুর নগরোন্নয়ন দফতরের

Last Updated:

Dengue Alert in West Bengal: রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গির প্রাদুর্ভাব নিয়ে উদ্বিগ্ন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। 'পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি'-র আওতায় দুটি পর্যায়ে পৌরসভার সব এলাকা জরুরি ভিত্তিতে পরিষ্কার করতে হবে।

ডেঙ্গি নিয়ে তৎপরতা তুঙ্গে রাজ্যে
ডেঙ্গি নিয়ে তৎপরতা তুঙ্গে রাজ্যে
#কলকাতা: রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গির প্রাদুর্ভাব নিয়ে উদ্বিগ্ন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। 'পালস মোড ক্লিন অ্যাক্টিভিটি'-র আওতায় দুটি পর্যায়ে পৌরসভার সব এলাকা জরুরি ভিত্তিতে পরিষ্কার করতে হবে। ২৬শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবরের মধ্যেই রাজ্যের সব পৌরসভার অধীনস্থ এলাকার ফাঁকা জমি ড্রেন জলজমা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এমন উদ্যোগী নেওয়া হল দফতরের তরফে।
দ্বিতীয় রাউন্ডে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনুরূপভাবেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতিটি পৌরসভার অধীনস্থ এক্সিকিউটিভ অফিসার র্যাঙ্কের অফিসাররা নজরদারি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। পুজোর আগে এবং পুজোর পরে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে নজর দিতে হবে।
advertisement
advertisement
ভিক্টর কন্ট্রোল মনিটরিং অফিসারদের তাঁদের নির্দিষ্ট করে দেওয়া ওয়ার্ডগুলি পরিদর্শন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নাকি তা সরেজমিনে দেখতে হবে এবং রিপোর্ট দিতে হবে এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসারদের। যে ওয়ার্ডগুলিতে ডেঙ্গির সংক্রমণ বেশি সেই ওয়ার্ডগুলিতে মাইক্রো প্ল্যান করে এগোতে হবে। জেলাগুলিকে ডেঙ্গি নিয়ে এমনই একগুচ্ছ বিশেষ নির্দেশ দিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর।
advertisement
ডেঙ্গি মোকাবিলায় বুধবারই হেলথ সেক্রেটারি ও ডিএইচএস জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। ডেঙ্গি মোকাবিলায় কী কী সতর্কতা নিতে হবে, প্রশাসনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ করতে হবে তা নিয়েই হতে চলেছে বৈঠক। কারণ সরকারি রিপোর্ট বলছে, সরকারি হাসপাতালগুলিতে এখনও পর্যন্ত ৬০৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। বাকিরা নিজেদের বাড়িতে এবং বেসরকারি নার্সিংহোমে।
advertisement
এদিকে, হর কলকাতায় তো ডেঙ্গি বাড়ছেই।‌ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিংয়েও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই সাত জেলাই প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। অ্যান্টি লার্ভা স্প্রে বাড়াতে হবে, ইনডোর ফগিং,স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে, ঘনবসতিপূর্ণ অঞ্চলে রেসিডুয়াল স্প্রে’ করার ক্ষেত্রে জোর দিতে হবে পুরনিগমকে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগে ডেঙ্গি নিয়ে চূড়ান্ত সতর্কতা রাজ্যে! শহরজুড়ে 'দু'দফা' সাফাই অভিযান, 'বড়' নির্দেশ পুর নগরোন্নয়ন দফতরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement