Primary Teacher Recruitment: প্রাথমিকে চাকরি খোয়াচ্ছেন আরও ৩ শিক্ষক! সিদ্ধান্তে অনড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মোট কতজনের বেতন বন্ধের নির্দেশ?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Primary Teacher Recruitment: বাতিল শিক্ষকদের প্রত্যেকের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
#কলকাতা: আরও তিন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অবিচল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও পর্যন্ত মোট ২৫৬ জনের চাকরি বাতিল করা হয়েছে প্রাথমিকে। আপাতত এই শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২ প্রাথমিক শিক্ষকের চাকরি পুনর্বহালের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানানো হয়। এখনও পর্যন্ত মাত্র এই ২জনের চাকরি ফিরিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রাথমিকে প্রথমে ২৩ ডিসেম্বর ৫৩জন, পরে গত বুধবার ১৪০ জন এবং এর পর বৃহস্পতিবার ৬০ জনের চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে। এখনও পর্যন্ত সবমিলিয়ে ২৫৬ জনের চাকরি বাতিল করা হয়েছে। বাতিল শিক্ষকদের প্রত্যেকের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
প্রাথমিকে প্রথমে ২৬৮ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ২৬৮ জন। এরপরে হলফনামা দাখিল এবং নিজেদের বক্তব্য পেশ করার জন্য ২৬৮ জনকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 3:55 PM IST