Primary Teacher Recruitment: প্রাথমিকে চাকরি খোয়াচ্ছেন আরও ৩ শিক্ষক! সিদ্ধান্তে অনড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মোট কতজনের বেতন বন্ধের নির্দেশ?

Last Updated:

Primary Teacher Recruitment: বাতিল শিক্ষকদের প্রত্যেকের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: আরও তিন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অবিচল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও পর্যন্ত মোট ২৫৬ জনের চাকরি বাতিল করা হয়েছে প্রাথমিকে। আপাতত এই শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২ প্রাথমিক শিক্ষকের চাকরি পুনর্বহালের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানানো হয়। এখনও পর্যন্ত মাত্র এই ২জনের চাকরি ফিরিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রাথমিকে প্রথমে ২৩ ডিসেম্বর ৫৩জন, পরে গত বুধবার ১৪০ জন এবং এর পর বৃহস্পতিবার ৬০ জনের চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে। এখনও পর্যন্ত সবমিলিয়ে ২৫৬ জনের চাকরি বাতিল করা হয়েছে। বাতিল শিক্ষকদের প্রত্যেকের বেতন বন্ধের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
প্রাথমিকে প্রথমে ২৬৮ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ২৬৮ জন। এরপরে হলফনামা দাখিল এবং নিজেদের বক্তব্য পেশ করার জন্য ২৬৮ জনকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Primary Teacher Recruitment: প্রাথমিকে চাকরি খোয়াচ্ছেন আরও ৩ শিক্ষক! সিদ্ধান্তে অনড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মোট কতজনের বেতন বন্ধের নির্দেশ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement