Recruitment 2022: রাজধানীর পাসপোর্ট অফিসে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, জানুন

Last Updated:

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

পাসপোর্ট অফিসে নিয়োগ
পাসপোর্ট অফিসে নিয়োগ
#নয়াদিল্লি: সম্প্রতি মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্সের অধীনস্থ পিএসসি বিভাগের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রিন্সিপাল কনসালটেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পিএসসি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
advertisement
সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি সহ এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ওয়েবসাইটে উপলব্ধ পারফরমা অনুসারে (ইংরেজিতে) আবেদনটি যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র, বায়োডেটা ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ এই ঠিকানায় পাঠাতে হবে, ‘US (OPERATIONS), PSP DIVISION, MINISTRY OF EXTERNAL AFFAIRS, PMU, PATIALA HOUSE, TILAK MARG – 110001’ বিজ্ঞাপন প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে। এছাড়াও ডকুমেন্টের একটি কপি DIRPSP@MEA.GOV.IN এই ইমেইল আইডিতে পাঠাতে হবে। প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রেরিত খামের ওপরে প্রিন্সিপাল কনসালটেন্ট বা চিফ টেকনোলজি অফিসার পদের নাম উল্লেখ করে দিতে হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের করে দেখতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স, পিএসসি বিভাগ
পদের নাম:প্রিন্সিপাল কনসালটেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার
শূন্যপদের সংখ্যা:
কাজের স্থান:নয়াদিল্লি
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অফলাইন
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে
advertisement
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: বেতন
প্রিন্সিপাল কনসালটেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার উভয় পদেই নির্বাচিত প্রার্থীদের ১১ লক্ষ টাকা পিএ বাবদ সিটিসি দেওয়া হবে।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
সিনিয়র কনসালটেন্ট: সফটওয়্যার অ্যাপ্লিকেশন- প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/আইটি/ইলেকট্রনিক্সে বি.ই./ বি.টেক/ বি.এসসি ইঞ্জিনিয়ারিং/ এম টেক./এমএস ডিগ্রি অথবা এমএসসি/ এমসিএ ডিগ্রি থাকতে হবে।
advertisement
প্রার্থীদের জে২ইই, জেএমএস, ওয়েবস্পেয়ার এএস ইত্যাদির জ্ঞান থাকতে হবে।
এছাড়াও প্রার্থীদের পিআই/এসকিউএল/ ওরাকেল ডিবি, আইবিএম ডিবি২, এক্সএমএল/ এক্সএসএলটি, ওয়েব সিরিজির জ্ঞান থাকতে হবে।
ডিজাইনিং, কোডিং এবং ডেভেলপমেন্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা- প্রার্থীদের সফ্টওয়্যার ডিজাইন/ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, অ্যাপ্লিকেশন মেইনটেনেন্স/মনিটরিং ইত্যাদিতে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বড় আকারের আইটি/ই-গভর্নেন্সের পরিচালনা করার ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
advertisement
সিনিয়র কনসালটেন্ট- ফিল্ড অ্যাসেসমেন্ট- প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স (এমবিএ)/ পিজিডিএম ডিগ্রি থাকতে হবে।
টিম লিডার হিসেবে কাজ করতে হবে
বড় আকারের আইটি/ আইটিএস প্রজেক্ট, ই-গভর্নেন্স অ্যাপ্লিকেশন, প্রজেক্ট মনিটরিং, কাস্টমার সার্ভিস অপারেশন, সার্ভিস লেভেলস রিভিউ এবং মনিটরিং, বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল থাকা, বিভিন্ন প্রজেক্টের সমস্যা চিহ্নিত করা এবং সমাধান করা এবং বিভিন্ন প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট প্রস্তুত করতে হবে।
অভিজ্ঞতা- প্রার্থীকে কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রজেক্টে ব্যবহৃত টেকনোলজি/টুলসের তদারকিতে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোডাকশন উন্নত করবে এমন প্রজেক্টে অপারেশনাল সলিউশন সনাক্তকরণের দায়িত্ব প্রার্থীকে নিতে হবে। আরও উন্নত পণ্য ও পরিষেবার ক্ষেত্রে প্রকল্পের সর্বোমোট কার্যক্ষমতাকে বৃদ্ধির জন্য প্রার্থীদের সর্বক্ষণ তদারকির দায়িত্ব নিতে হবে।
ফিল্ড অপারেশনালের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকা বিশেষ প্রয়োজনীয়। ফিল্ড অ্যাসেসমেন্ট কনসালট্যান্ট হিসেবে অ্যাপ্লিকেশন/এমআইএস ব্যবহারের জ্ঞান থাকা আবশ্যিক।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
নির্বাচিত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাত্কারের মাধ্যমে নির্বাচন করা হবে। শুরুতে কমিটি আবেদনপত্রগুলির একটি প্রাথমিক স্ক্রিনিং করবে এবং পরে প্রয়োজনে ইন্টারভিউয়ের জন্য একটি তালিকা প্রস্তুত করে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022: রাজধানীর পাসপোর্ট অফিসে বিভিন্ন শূন্যপদে নিয়োগ, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement