Oil India Consultant Recruitment 2022: অয়েল ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ! কীভাবে চাকরি পাবেন জানুন
- Published by:Aryama Das
Last Updated:
Oil India Consultant Recruitment 2022 : প্রার্থীদের আগামী ১০ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | অয়েল ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম: | কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | অসম |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১০.১০.২০২২ |
advertisement
চুক্তির সীমা:
প্রার্থীদের আগামী ৬ মাসের জন্য নিয়োগ করা হবে, পরবর্তীতে আরও ছয় মাস বাড়ানো যেতে পারে, সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিয়োগ বরাদ্দ হতে পারে। তবে পূর্বোক্ত এক্সটেনশন কোম্পানির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
বয়সসীমা:
আবেদনকারীর বয়স আবেদন প্রাপ্তির শেষ তারিখ অনুসারে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রার্থীদের মাসিক ৫৫০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
এমওপিঅ্যান্ডএনজি-র অধীনে অয়েল ইন্ডিয়া বা অন্য পিএসইউ থেকে ন্যূনতম গ্রেড ডি লেভেল বা সমতুল্য পদ থেকে অবসর নেওয়া প্রার্থীরা আবেদনের যোগ্য।
ওসিএস, জিসিএস, ইপিএস, কিউপিএস, ট্যাঙ্ক ফার্ম, বা অনুরূপ ইনস্টলেশন প্রজেক্টে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট, সার্টিফিকেটের সেলফ অ্যাটাস্টেড কপি সহ এই ই-মেল আইডিতে con_app@oilindia.in বা প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীদের প্রধানত দুলিয়াজান, অসমে নিয়োগ করা হবে তবে কাজের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে তাঁকে ভারতের যে কোনও স্থানে যেতে হতে পারে।
কাজের দায়িত্ব:
দৈনিক কাজের সময়সূচী প্রস্তুত করা।
advertisement
গুরুত্বপূর্ণ কাজের তালিকা প্রস্তুত করা।
সাইটের সিভিল এবং মেকানিক্যাল কনস্ট্রাকশন সুপারভাইজ করা।
প্যাকেজ ভেন্ডার বা অন্যান্য এজেন্সির সঙ্গে যোগাযোগ করে কাজ করা।
বিভিন্ন এজেন্সির কাজ দেখাশোনা করা।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/oil-india-recruitment-2022.pdf ক্লিক করে দেখতে পারেন।
view commentsLocation :
First Published :
September 20, 2022 12:55 PM IST