NCERT Recruitment 2022: ন্যাশনাল কাউন্সিলে প্রফেসর নিয়োগ! এই দারুণ সুযোগ মিস করবেন না

Last Updated:

NCERT Recruitment 2022 : আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে WWW.NCERT.NIC.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২৯২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রফেসর- ৪০টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর- ৯৭টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ১১৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা:ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং
পদের নাম:প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদের সংখ্যা:২৯২
কাজের স্থান:ভারত
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:২৮.১০.২০২২
advertisement
আবেদনের যোগ্যতা:
প্রফেসর- প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি, উচ্চ মানের প্রকাশিত কাজ, প্রকাশিত কাজের প্রমাণ-সহ প্রার্থীদের গবেষণাকর্মে সক্রিয় ভাবে জড়িত থাকতে হবে (ইউজিসি রেগুলেশন-২০১৮ দ্রষ্টব্য) এ ছাড়াও প্রার্থীদের অ্যাপেন্ডিক্স ২, টেবিল নং ২ অনুসারে পিয়ার-রিভিউ বা ইউজিসি তালিকাভুক্ত জার্নালে ন্যূনতম ১০টি গবেষণা প্রকাশনা এবং মোট ১২০ রিসার্চ স্কোর থাকতে হবে।
advertisement
এ ছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর/ প্রফেসর হিসাবে বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ন্যূনতম দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা সমমানের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা, অসামান্য প্রফেশনাল, সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি এবং যাঁরা প্রাসঙ্গিক ক্ষেত্রে অসামান্য গবেষণার স্বাক্ষর রেখেছেন, যাঁদের ১০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
আবেদন ফি:
ইউআর/ওবিসি/ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের ১০০০ টাকা ফি দিতে হবে। মহিলা আবেদনকারী এবং এসসি/এসটি/পিডব্লিউডি-এর অন্তর্গত আবেদনকারীদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বেতন:
প্রফেসর- এন্ট্রি পে- ১,৪৪,২০০ টাকা
অ্যাসোসিয়েট প্রফেসর- এন্ট্রি পে- ১,৩১,৪০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- এন্ট্রি পে- ৫৭,৭০০ টাকা
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে নিম্নোক্ত ওয়েবসাইটে খোঁজ করতে পারেন:
advertisement
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি/
NCERT Recruitment 2022: ন্যাশনাল কাউন্সিলে প্রফেসর নিয়োগ! এই দারুণ সুযোগ মিস করবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement