সম্প্রতি মিনিস্ট্রি অফ টেক্সটাইলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | মিনিস্ট্রি অফ টেক্সটাইল |
পদের নাম | ইয়ং প্রফেশনাল |
শূন্যপদের সংখ্যা | ২ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৮.০২.২০২৩ |
মেয়াদকাল
প্রাথমিক ভাবে ১ বছর এবং পরবর্তীতে ৩ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
বেতন
প্রার্থীদের কর্মক্ষমতার সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। তবে প্রার্থীদের ৬০,০০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী ৩৫ বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের এমবিএ (এইচআর)/ মাস্টার অফ লিগ্যাল লজ (এলএলএম) ইত্যাদিতে পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।দক্ষতা এবং অভিজ্ঞতা:- সরকারি সংস্থায় ১ বছরের কাজের অভিজ্ঞতা সহ মোট ২ বছরের অভিজ্ঞতা। প্রার্থীদের যোগাযোগ দক্ষতা এবং অর্গানাইজেশনাল স্কিল থাকতে হবে।- এমএস অফিস অ্যাপ্লিকেশনে প্রাইমারি স্কিল থাকতে হবে।- ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষতা।- যোগাযোগ এবং লেখার দক্ষতা।- যে কোনও সরকারি সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।ক্যাটাগরি-১: বি.টেক/ ব্যাচেলর অফ লিগ্যাল লজ/ ব্যাচেলর অফ ইকোনমিক্স (অনার্স)/ ব্যাচেলর অফ কমার্স (অনার্স)/ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ব্যাচেলর অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইত্যাদিতে ১ বছরের অভিজ্ঞতা সহ ডিগ্রি অপরিহার্য।ক্যাটাগরি– ২: মাস্টার অফ লিগ্যাল লজ/ এমএ (ইকোনমিক্স)/ এমবিএ/ মাস্টার ইন ইন্টারন্যাশনাল ট্রেড/ মাস্টার ইন সোশ্যাল ওয়ার্কস/ সিএ/ আইসিডব্লুএ ইত্যাদিতে ১ বছরের অভিজ্ঞতা সহ ডিগ্রি অপরিহার্য।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের স্ক্রিনিং টেস্ট এবং অন্যান্য পদ্ধতিতে নির্বাচন করা হবে।আরও পড়ুন: জিএআইএল লিমিটেডে ২৭৭ একজিকিউটিভ নিয়োগ, সরকারি চাকরির জন্য আজই আবেদন করুন, জানুন বিশদ
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ম্যানেজার নিয়োগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না
আবেদন পদ্ধতি
প্রার্থীদের jaya.shiva@nic.in এবং ypsatmot2023@gmail.com মেল আইডির মাধ্যমে আবেদন করতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/01/Tex-Min-YP-Recruitment-2023-1.pdf ক্লিক করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Job News, Jobs