হোম /খবর /চাকরি /
আইআরসিটিসি-তে কনসালটেন্ট নিয়োগ, জানুন বিশদে

IRCTC Recruitment 2023: আইআরসিটিসি-তে কনসালটেন্ট নিয়োগ, জানুন বিশদে

প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

  • Share this:

    নয়াদিল্লি:  সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালটেন্ট (সিভিল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

    আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

    প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

    আরও পড়ুন: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ, জানুন বিশদে

    প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে  ক্লিক করতে পারেন।

    এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

    সংস্থাইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড
    পদের নামকনসালটেন্ট (সিভিল)
    শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
    কাজের স্থানভারত
    নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
    শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
    বেতনক্রমবিশদ দেখুন
    আবেদন পদ্ধতিঅফলাইন
    আবেদনের শেষ তারিখ২০.০২.২০২৩

    আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

    প্রার্থীদের ই৩/ই৪ পে স্কেল সহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। পিএসইউ বা যে কোনও সরকারি সংস্থা থেকে একজিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সিনিয়র একজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

    আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

    আবেদনকারীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।

    আরও পড়ুন: ইন্ডিয়া পোস্টের অধীনে ৪০ হাজারেরও বেশি কর্মী নিয়োগ! আবেদন করুন সরকারি চাকরিতে

    আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

    আবেদনকারীর অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।অভিজ্ঞতা- আবেদনকারীর সিভিল ইঞ্জিনিয়ারিং/ প্রজেক্ট ম্যানেজমেন্ট/ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    আইআরসিটিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

    প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করে আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Additional General Manager(HRD) HR Department, IRCTC Ltd, 12th Floor Statesman House, Barakhamba Road New Delhi 110001’।

    First published:

    Tags: IRCTC, Job Vacancy, Railway job