UIDAI Recruitment 2023: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নয়াদিল্লি: সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টেকনোলজি) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া
পদের নামঅ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টেকনোলজি)
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ১৭.০২.২০২৩
advertisement

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল

ডেপুটেশনের মেয়াদ হবে ৫ বছর। লেন্ডিং ডিপার্টমেন্ট নিজস্ব নীতি বা নিয়ম অনুযায়ী কোনও অফিসারকে অব্যাহতি দিতে পারে, তবে সেটি কোনও অবস্থাতেই ৩ বছরের কম হবে না।
নিয়োগের নিয়ম ও শর্তাবলী ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রেগুলেশন ২০২০ এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে যে নির্দেশিকা দেওয়া রয়েছে সেই অনুসারে পরিচালিত হবে৷
advertisement

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

নিয়োগের পরে প্রার্থী পে ম্যাট্রিক্স লেভেল ১০ অনুযায়ী বেতন পাবেন।

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

যোগ্য প্রার্থীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা

advertisement
প্রার্থীদের পেরেন্ট ক্যাডার বিভাগে রেগুলার বেসিসে অনুরূপ পদে থাকা কেন্দ্রীয় সরকারের অফিসার বা পে ম্যাট্রিক্স লেভেল ৯ অনুযায়ী যাঁরা ৩ বছরের রেগুলার সার্ভিস দিয়েছেন বা পে ম্যাট্রিক্স লেভেল ৮ অনুযায়ী যাঁরা ৪ বছরের রেগুলার সার্ভিস দিয়েছেন বা পে ম্যাট্রিক্স লেভেল ৭ অনুয়ায়ী যাঁরা ৬ বছরের রেগুলার সার্ভিস দিয়েছেন বা রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চল সরকার/ পাবলিক সেক্টর আন্ডারটেকিং/ স্বায়ত্তশাসিত সংস্থার অফিসার পদে থাকা প্রার্থী বা প্রয়োজনীয় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট গ্রেডে রেগুলার পদে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।
advertisement
এছাড়াও যে প্রার্থীদের ভারত সরকারের স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৪ বছরের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
যাঁদের আইসিটি প্রজেক্টস/ ই-গভর্ন্যান্স/ নেটওয়ার্কিং/ টেলিকম/ ডেটা সেন্টার অপারেশনস/ আইটি প্রকিউরমেন্ট এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট/ সফটওয়্যার ডেভেলপমেন্ট/ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন/ ইনফরমেশন সিকিউরিটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নির্বাচনের জন্য প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্টিং করা হবে, তার পর অন্যান্য নির্বাচন প্রক্রিয়া গ্রহণ করা হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
যাঁরা পেরেন্ট ক্যাডার বা অনুরূপ বিভাগে ইতিমধ্যেই সাদৃশ্যপূর্ণ পদে রয়েছেন সেই সকল অফিসারদের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

ইউআইডিএআই রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের পূর্ববর্তী ৫ বছরের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল সার্টিফিকেট ও অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট সহ ওয়েবসাইটে প্রদত্ত অ্যাপ্লিকেশন প্রফর্মা দ্বারা আবেদন করতে হবে।
ক্যাডার কন্ট্রোলিং অথরিটি বা বিভাগের প্রধানকে আবেদন জমা দিতে হবে।
ডকুমেন্ট-
১। অ্যাপ্লিকেশনের অ্যাটেস্টেড কপি
২। কন্ট্রোলিং অথরিটির ক্যাডার ক্লিয়ারেন্স সার্টিফিকেট
৩। মেজর বা মাইনর পেনাল্টি
৪। ভিজিলেন্স ক্লিয়ারেন্স বা ইন্টিগ্রিটি সার্টিফিকেট
৫। গত পাঁচ বছরের এসিআর/ এপিএআর-এর ফটোকপি
প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্রটি প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘The Director (Human Resources), The Unique Identification Authority of India (UIDAI), Data Centre, Technology Centre Office Complex Plot No. l, Sector-M2, IMT Manesar, (Gurugram) – 122 050’।
বাংলা খবর/ খবর/চাকরি/
UIDAI Recruitment 2023: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement