হোম /খবর /চাকরি /
ইন্ডিয়ান নেভি-তে ফোরম্যান পদে নিয়োগ! মাসিক বেতন ১,৪২,৪০০ টাকা

INDIAN NAVY RECRUITMENT 2023: ইন্ডিয়ান নেভি-তে ফোরম্যান পদে নিয়োগ! মাসিক বেতন ১,৪২,৪০০ টাকা

ইন্ডিয়ান নেভি-তে ফোরম্যান পদে নিয়োগ! মাসিক বেতন ১,৪২,৪০০ টাকা

ইন্ডিয়ান নেভি-তে ফোরম্যান পদে নিয়োগ! মাসিক বেতন ১,৪২,৪০০ টাকা

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

  • Share this:

    নয়াদিল্লি: ভারতীয় নৌ-বাহিনী বা ইন্ডিয়ান নেভি-তে ফোরম্যান পদে নিয়োগ করা হবে। আর এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে।

    নেভি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

    প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়/তারিখের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

    নেভি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণপ্রতিষ্ঠানের তরফে ৪টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

    অফিসিয়াল বিজ্ঞপ্তি বিশদে জানার জন্য এ ক্লিক করতে পারেন।

    এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

    সংস্থাইন্ডিয়ান নেভি
    পদের নামফোরম্যান (মেকানিক) এবং ফোরম্যান (গোলাবারুদ ও বিস্ফোরক)
    শূন্য পদের সংখ্যাফোরম্যান (মেকানিক) পদ - ৩ জন এবং ফোরম্যান (গোলাবারুদ ও বিস্ফোরক) পদ - ১ জন
    কাজের স্থানভারত
    নির্বাচন পদ্ধতিবিশদে দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
    শিক্ষাগত যোগ্যতা ফোরম্যান (মেকানিক) - কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। পাশাপাশি আর্মামেন্ট উৎপাদন ও পরিদর্শনের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা। ফোরম্যান (গোলাবারুদ ও বিস্ফোরক) - কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সঙ্গে আর্মামেন্ট উৎপাদন এবং পরিদর্শনের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।
    বেতনক্রমবিশদ দেখুন
    আবেদন পদ্ধতিবিশদ দেখুন
    আবেদনের শেষ তারিখবিজ্ঞাপন প্রকাশের ৬০ দিনের মধ্যে

    নেভি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

    আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা আবেদনের শেষ তারিখ অনুসারে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগে বড় বদল! শারীরিক ফিটনেস পরীক্ষা দিতে হত আগে, এখন কী বদল এল জানুন

    নেভি রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

    সপ্তম বেতন কমিশনের ১৪ ম্যাট্রিক্স অনুযায়ী মাসিক বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

    আরও পড়ুন: ইসরো-এ ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ কত? চাকরির জন্য আবেদন করুন

    নেভি রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

    নির্দিষ্ট ট্রায়াল টেস্টের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচন করা হবে।

    নেভি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

    আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র-সহ ‘ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার, প্রতিরক্ষা মন্ত্রনালয় (নৌবাহিনী), নৌ অস্ত্র পরিদর্শন মহাপরিচালক (ডিজিএনএআই), (কমান্ডারের জন্য (এনএআই)-এএসএম), ওয়েস্ট ব্লক -৫, উইং -১, প্রথম তল, আর কে পুরম, নিউ দিল্লি - ১১০০৬৬’-এ পাঠাতে হবে।

    First published:

    Tags: Central government job, Indian Navy, Job Vacancy