হোম /খবর /চাকরি /
ইসরো-এ ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ কত? চাকরির জন্য আবেদন করুন

ISRO IPRC Apprentice Recruitment 2023: ইসরো-এ ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ কত? চাকরির জন্য আবেদন করুন

ইসরো

ইসরো

ISRO IPRC Apprentice Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউ হবে। ইচ্ছুক প্রার্থীদের আইপিআরসি মহেন্দ্রগিরিতে রিপোর্ট করতে হবে।

  • Share this:

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রপালশন কমপ্লেক্স (আইপিআরসি)-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, স্নাতক শিক্ষানবিশ, টেকনিশিয়ান শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনও চাওয়া হয়েছে।

ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউ হবে। ইচ্ছুক প্রার্থীদের আইপিআরসি মহেন্দ্রগিরিতে রিপোর্ট করতে হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে ইন্টারভিউ।

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

আইপিআরসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে www.iprc.gov.in –এ ক্লিক করতে পারেন।

আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে ডোমেনে কর্মী নিয়োগ, চাকরির জন্য আজই আবেদন করুন

ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে ১০০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইসরো আইপিআরসি
পদের নামটেকনিশিয়ান অ্যাপ্রেনটিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) শূন্য পদের সংখ্যা: টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (৪৪ শূন্য পদ), গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) (৪১ শূন্য পদ), গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) (১৫ শূন্য পদ)
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদে দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউ
শিক্ষাগত যোগ্যতাটেকনিশিয়ান অ্যাপ্রেনটিস পদের জন্য - স্নাতক ডিগ্রি অর্থাৎ বি.এ, বি.এসসি বা বি.কম ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) পদের জন্য – ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) পদের জন্য – ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ কলা/বিজ্ঞান/বাণিজ্য/লাইব্রেরি সায়েন্স/লাইব্রেরি ও তথ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিবিশদ দেখুন
আবেদনের শেষ তারিখসমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে ১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য আইপিআরসি মহেন্দ্রগিরিতে উপস্থিত হতে হবে।

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) এবং টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস পদের প্রার্থীদের বয়স ৩৫ বছর, গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) পদের প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: BSF-এ দেদার নিয়োগ! শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া, চাকরির জন্য জেনে নিন বিশদে

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) প্রতি মাসে ৯ হাজার টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেনটিসদের প্রতি মাসে ৮ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

নির্দিষ্ট ট্রায়াল টেস্টের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।

Published by:Teesta Barman
First published:

Tags: Central govt jobs, ISRO, Job News