ISRO IPRC Apprentice Recruitment 2023: ইসরো-এ ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ কত? চাকরির জন্য আবেদন করুন

Last Updated:

ISRO IPRC Apprentice Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউ হবে। ইচ্ছুক প্রার্থীদের আইপিআরসি মহেন্দ্রগিরিতে রিপোর্ট করতে হবে।

ইসরো
ইসরো
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রপালশন কমপ্লেক্স (আইপিআরসি)-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, স্নাতক শিক্ষানবিশ, টেকনিশিয়ান শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনও চাওয়া হয়েছে।

ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউ হবে। ইচ্ছুক প্রার্থীদের আইপিআরসি মহেন্দ্রগিরিতে রিপোর্ট করতে হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে ইন্টারভিউ।
advertisement

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

আইপিআরসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে www.iprc.gov.in –এ ক্লিক করতে পারেন।
advertisement

ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে ১০০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইসরো আইপিআরসি
পদের নামটেকনিশিয়ান অ্যাপ্রেনটিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) শূন্য পদের সংখ্যা: টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (৪৪ শূন্য পদ), গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) (৪১ শূন্য পদ), গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) (১৫ শূন্য পদ)
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদে দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউ
শিক্ষাগত যোগ্যতাটেকনিশিয়ান অ্যাপ্রেনটিস পদের জন্য - স্নাতক ডিগ্রি অর্থাৎ বি.এ, বি.এসসি বা বি.কম ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) পদের জন্য – ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) পদের জন্য – ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ কলা/বিজ্ঞান/বাণিজ্য/লাইব্রেরি সায়েন্স/লাইব্রেরি ও তথ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিবিশদ দেখুন
আবেদনের শেষ তারিখসমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে ১১ ফেব্রুয়ারি ওয়াক-ইন ইন্টারভিউয়ের জন্য আইপিআরসি মহেন্দ্রগিরিতে উপস্থিত হতে হবে।
advertisement

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) এবং টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস পদের প্রার্থীদের বয়স ৩৫ বছর, গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) পদের প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
advertisement

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (ইঞ্জিনিয়ারিং) এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (নন-ইঞ্জিনিয়ারিং) প্রতি মাসে ৯ হাজার টাকা, টেকনিশিয়ান অ্যাপ্রেনটিসদের প্রতি মাসে ৮ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

নির্দিষ্ট ট্রায়াল টেস্টের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।
বাংলা খবর/ খবর/চাকরি/
ISRO IPRC Apprentice Recruitment 2023: ইসরো-এ ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ কত? চাকরির জন্য আবেদন করুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement