BSF Recruitment 2023: BSF-এ দেদার নিয়োগ! শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া, চাকরির জন্য জেনে নিন বিশদে
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
BSF Recruitment 2023: প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এ ১৪১০টি পদে কনস্টেবল (ট্রেডসম্যান) নিয়োগ করা হবে। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে।
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রথমে বিএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in-এ যেতে হবে। হোম পেজে কনস্টেবল ট্রেডসম্যান পোস্ট লিঙ্কে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম। এর পর অ্যাপ্লিকেশন ফি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউআর এবং ওবিসি প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং অথবা চালানের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
advertisement
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে ১৪১০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ |
পদের নাম | কনস্টেবল (ট্রেডসম্যান) |
শূন্য পদের সংখ্যা | পুরুষ – ১৩৪৩, মহিলা – ৬৭ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদে দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত গভর্নিং বডি থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে |
advertisement
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা আবেদনের শেষ তারিখ অনুসারে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এসসি, এসটি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।
advertisement
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
নির্দিষ্ট ট্রায়াল টেস্টের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচন করা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 8:16 PM IST