Indian Navy Recruitment 2023: ইন্ডিয়ান নেভির অধীনে ২৪৮ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইন্ডিয়ান নেভির অধীনে ২৪৮ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
ইন্ডিয়ান নেভির অধীনে ২৪৮ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান নেভির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৪৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
মেশিনিস্ট- ৮টি পদ
advertisement
ড্রাইভার ক্রেন মোবাইল- ৬টি পদ
ফিটার আর্মামেন্ট- ৫৫টি পদ
ফিটার জেনারেল মেকানিক (জিডব্লু)- ৩৬টি পদ
ফিটার ইলেকট্রনিক (জিডব্লু)- ১২টি পদ
ফিটার ইলেকট্রিক্যাল (জিডব্লু)- ১২টি পদ
ইলেকট্রনিক ফিটার- ২০টি পদ
জেনারেল মেকানিক ফিটার- ১৮টি পদ
advertisement
শিপ রাইট (জোইনার)- ২টি পদ
পেইন্টার – ২টি পদ
ইলেকট্রিক্যাল ফিটার- ১৩টি পদ
অ্যামুনিশন মেকানিক- ২০টি পদ
টর্পেডো ফিটার- ৪৪টি পদ
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাইন্ডিয়ান নেভি
পদের নামফিটার আর্মামেন্ট, মেশিনিস্ট সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা২৪৮
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখবিশদ দেখুন
advertisement
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের নিম্নলিখিত যে কোনও দুই বছরের সার্টফিকেট কোর্স করা থাকতে হবে
(i) ইলেকট্রিশিয়ান বা
(ii) ইলেকট্রনিক মেকানিক বা
(ii) ইলেকট্রোপ্লেটার বা
(iv) ফিটার বা
(v) ইন্সট্রুমেন্ট মেকানিক বা
(vi) মেশিনিস্ট বা
(vii) মেকানিক, কমিউনিকেশন, ইকুইপমেন্ট মেনটেনেন্স
advertisement
অন্যান্য সকল পোস্টের জন্য-
প্রার্থীদের ইংরেজিতে জ্ঞান সহ একটি স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের প্রাসঙ্গিক ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। অথবা প্রার্থীদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর উপযুক্ত টেকনিক্যাল ব্রাঞ্চে দুই বছরের রেগুলার সার্ভিসের সঙ্গে সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
মাসিক বেতন ১৯৯০০- ৬৩২০০ টাকা
advertisement
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
আবেদন ফি হিসাবে ২০৫ টাকা দিতে হবে।
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
বাংলা খবর/ খবর/চাকরি/
Indian Navy Recruitment 2023: ইন্ডিয়ান নেভির অধীনে ২৪৮ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement