রেসকোর্সের ধারে 'রহস্যময় গাড়ি'! কাপড়ে ঢাকা... দরজায় নক করতেই ভিতর থেকে বেরিয়ে এল যুবক-যুবতী! এ কী অবস্থা!
- Published by:Tias Banerjee
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
কলকাতার হসপিটাল রোডে কাপড়ে ঢাকা সাদা গাড়ি থেকে এক যুবক ও যুবতী উদ্ধার, হেস্টিংস থানায় আটক। রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ, এলাকায় চাঞ্চল্য।
শনিবার সকালবেলায় কলকাতার রেসকোর্স সংলগ্ন হসপিটাল রোডে চাঞ্চল্যের সৃষ্টি হয় এক অদ্ভুত ঘটনায়। ভোররাত থেকেই সেখানে ফুটপাথের ধারে পার্ক করে রাখা ছিল একটি সাদা রঙের গাড়ি। প্রথমে কেউ গুরুত্ব না দিলেও সকাল হতেই চোখে পড়ে গাড়িটির অস্বাভাবিক অবস্থা—পুরো গাড়ি কাপড় দিয়ে ঢাকা, জানলার কাঁচ বন্ধ, আর আশেপাশে কেউ নেই। স্থানীয়রা জানিয়েছেন, রাত থেকেই একই জায়গায় গাড়িটি দাঁড়িয়ে ছিল।
advertisement
সকালে টহলদারি পুলিশের নজরে আসে গাড়িটি। হেস্টিংস থানার পুলিশ গাড়ির কাছে গিয়ে ডাকাডাকি শুরু করে। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ আরও ঘন হয়। এরপর পুলিশ গাড়ির কাঁচে আঘাত করলে ভিতর থেকে আচমকাই নড়াচড়া লক্ষ্য করা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে এক যুবক। পরে দেখা যায়, গাড়ির ভেতরে ছিলেন আরও এক যুবতী।
advertisement
পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ি ও ওই দুইজনকে আটক করে হেস্টিংস থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গাড়িটি কেন কাপড়ে ঢাকা ছিল, কেন দীর্ঘ সময় ধরে একই জায়গায় পার্ক করা ছিল, বা ওই যুবক-যুবতী সেখানে কী করছিলেন—তা নিয়ে চলছে তদন্ত।
সূত্রের খবর, আটক হওয়া যুবক-যুবতীর মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন অনুমান ঘুরছে এলাকায়। কেউ বলছেন, তারা সম্ভবত পরিচিত, আবার কেউ সন্দেহ করছেন অন্য কিছু গোপন কার্যকলাপের। তবে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
advertisement
গাড়িটি আপাতত হেস্টিংস থানার চত্বরে রাখা হয়েছে। তদন্তকারীরা গাড়ির নম্বর, মালিকানার কাগজপত্র ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। আশেপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের ধারণা, গাড়িটি ভোররাতের দিকে এসে সেখানে দাঁড় করানো হয়েছিল।
এই ঘটনার পর থেকে হসপিটাল রোড ও রেসকোর্স সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই সকালবেলা অফিসযাত্রার পথে ওই দৃশ্য দেখে থমকে যান। স্থানীয় এক দোকানদার বলেন, “রাত দেড়টা-দুইটার দিকে গাড়িটা দাঁড়িয়েছিল, তারপর থেকে দেখেছি কাপড়ে ঢাকা। পুলিশ এসে খুলতেই দেখি ভিতরে লোক।”
advertisement
এখন প্রশ্ন একটাই—রাতভর কাপড়ে ঢাকা গাড়ির ভেতরে কী ঘটছিল? তদন্তে নেমে সেই রহস্যই উদ্ঘাটনের চেষ্টা করছে হেস্টিংস থানার পুলিশ।

কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 10:40 AM IST

