CMRL Recruitment 2023: মেট্রো রেলে অফিসার ও ম্যানেজার পদে কর্মী নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

CMRL Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি চেন্নাই মেট্রো রেল লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চিফ ভিজিলেন্স অফিসার (সিভিও), জেনারেল ম্যানেজার (প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (কন্ট্রাক্ট প্রকিউরমেন্ট) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি চেন্নাই মেট্রো রেল লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

সিএমআরএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।

সিএমআরএল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement
সংস্থাচেন্নাই মেট্রো রেল লিমিটেড
পদের নামচিফ ভিজিলেন্স অফিসার (সিভিও), জেনারেল ম্যানেজার (প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (কন্ট্রাক্ট প্রকিউরমেন্ট)
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৪.০২.২০২৩
advertisement

সিএমআরএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা

চিফ ভিজিলেন্স অফিসার- সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড ক্যাডার গ্রুপ-এ অফিসার হতে হবে।
রেলওয়ের গ্রুপ এ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের টেকনিক্যাল ব্রাঞ্চে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন অফিসারকে অগ্রাধিকার দেওয়া হবে।
গত ৫ বছরের এপিএআর গ্রেডিংয়ে নির্বাচনের জন্য বেঞ্চ মার্ক কমপক্ষে '৮.০' হবে।
জেনারেল ম্যানেজার- মার্কেটিং/ফিনান্সে এমবিএ ডিগ্রি সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে। এছাড়াও আরবান ট্রান্সপোর্ট সেক্টরে বিজনেস ডেভেলপমেন্ট বা প্রপার্টি ডেভেলপমেন্টে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার- এআইসিটিই/ ইউজিসি দ্বারা অনুমোদিত স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে বি.ই/ বি. টেক (সিভিল/ মেকানিক্যাল/ইসিই/ ইইই) ডিগ্রি থাকতে হবে।

সিএমআরএল রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

চিফ ভিজিলেন্স অফিসার: বেসিক পে-এর ১০% হারে ডেপুটেশন অ্যালাওয়েন্স এবং প্রজেক্ট অ্যালাওয়েন্স।
advertisement
জেনারেল ম্যানেজার: যে প্রার্থীরা জেনারেল ম্যানেজার পদের জন্য নির্বাচিত হবেন তাঁরা ২২৫০০০ টাকা বেতন পাবেন।
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার: যে প্রার্থীরা অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারপদের জন্য নির্বাচিত হবেন তাঁরা ১৫৫০০০০ টাকা বেতন পাবেন।

সিএমআরএল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

advertisement
প্রার্থীদের বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার: প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৭ বছরের মধ্যে হতে হবে।

সিএমআরএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘THE ADDITIONAL GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED, METROS, ANNA SALAI, NANDANAM, CHENNAI – 600 035’।
বাংলা খবর/ খবর/চাকরি/
CMRL Recruitment 2023: মেট্রো রেলে অফিসার ও ম্যানেজার পদে কর্মী নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement