India Post Payments Bank Recruitment 2022: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ, বিস্তারিত জানুন
- Published by:Teesta Barman
Last Updated:
প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#কলকাতা: সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের (India Post Payments Bank Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন শাখায় স্কেল II, III, IV, V এবং VI পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.ippbonline.com/documents/31498/132994/1662643790952.pdf ক্লিক করে দেখতে পারেন।
India Post Payments Bank Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
India Post Payments Bank Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
নিয়মিত পদ
টেকনোলজি বিভাগ | ২টি পদ |
প্রোডাক্ট বিভাগ | ৩টি পদ |
অপারেশন বিভাগ | ২টি পদ |
রিস্ক ম্যানেজার বিভাগ | ১টি পদ |
ফিনান্স বিভাগ | ২টি পদ |
advertisement
চুক্তিভিত্তিক পদ
টেকনোলজি বিভাগ | ১টি পদ |
কমপ্লেইন বিভাগ | ১টি পদ |
অপারেশন বিভাগ | ১টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (India Post Payments Bank Limited) |
পদের নাম | স্কেল II, III, IV, V এবং VI পদ |
শূন্যপদের সংখ্যা | ১৩ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪.০৯.২০২২ |
advertisement
India Post Payments Bank Recruitment 2022: আবেদন ফি
বিজ্ঞপ্তি অনুযায়ী এসসি/এসটি এবং PWD বিভাগের প্রার্থীদের ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যান্য বিভাগের প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
India Post Payments Bank Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ব্যাংক ইন্টারভিউ ছাড়াও অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্ট নিতে পারে। নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যোগ্য প্রার্থীদের ফলাফল এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
advertisement
India Post Payments Bank Recruitment 2022: বেতন
স্কেল II- মাসিক ১৪১০০০ টাকা
স্কেল III- মাসিক ১৭৯০০০ টাকা
স্কেল IV- ২১৩০০০ টাকা
স্কেল V- ২৫৩০০০ টাকা
স্কেল VI- ৩১৩০০০ টাকা
Location :
First Published :
September 13, 2022 5:40 PM IST