India Post Payments Bank Recruitment 2022: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ, বিস্তারিত জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#কলকাতা: সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের (India Post Payments Bank Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন শাখায় স্কেল II, III, IV, V এবং VI পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.ippbonline.com/documents/31498/132994/1662643790952.pdf ক্লিক করে দেখতে পারেন।
India Post Payments Bank Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
India Post Payments Bank Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
নিয়মিত পদ
টেকনোলজি বিভাগ২টি পদ
প্রোডাক্ট বিভাগ৩টি পদ
অপারেশন বিভাগ২টি পদ
রিস্ক ম্যানেজার বিভাগ১টি পদ
ফিনান্স বিভাগ২টি পদ
advertisement
চুক্তিভিত্তিক পদ
টেকনোলজি বিভাগ১টি পদ
কমপ্লেইন বিভাগ১টি পদ
অপারেশন বিভাগ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থাইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (India Post Payments Bank Limited)
পদের নামস্কেল II, III, IV, V এবং VI পদ
শূন্যপদের সংখ্যা১৩
কাজের স্থানভারত
কাজের ধরনবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৪.০৯.২০২২
advertisement
India Post Payments Bank Recruitment 2022: আবেদন ফি
বিজ্ঞপ্তি অনুযায়ী এসসি/এসটি এবং PWD বিভাগের প্রার্থীদের ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যান্য বিভাগের প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
India Post Payments Bank Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ব্যাংক ইন্টারভিউ ছাড়াও অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্ট নিতে পারে। নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যোগ্য প্রার্থীদের ফলাফল এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
advertisement
India Post Payments Bank Recruitment 2022: বেতন
স্কেল II- মাসিক ১৪১০০০ টাকা
স্কেল III- মাসিক ১৭৯০০০ টাকা
স্কেল IV- ২১৩০০০ টাকা
স্কেল V- ২৫৩০০০ টাকা
স্কেল VI- ৩১৩০০০ টাকা
বাংলা খবর/ খবর/চাকরি/
India Post Payments Bank Recruitment 2022: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ, বিস্তারিত জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement