বিজেপি-র নবান্ন অভিযানের দিনই নিয়োগ নিয়ে তৎপরতা, জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এই দু'টি স্তরে নিয়োগের জন্য কত সংখ্যক শূন্য পদে রয়েছে, হাইকোর্টে তা ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
#কলকাতা: বিজেপির নবান্ন অভিযানের দিনেই নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুপুর তিনটে থেকে বিকাশ ভবনে এই বৈঠক ডাকা হয়েছে বলেই সূত্রের খবর। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও এসএসসি চেয়ারম্যান কে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজেপি-র নবান্ন অভিযানের দিনেই নিয়োগ নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। আজই নিয়োগ নিয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী?সূত্রের খবর প্রধান শিক্ষক নিয়োগ,বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা করা হবে।
প্রসঙ্গত ইতিমধ্যেই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের তালিকা স্কুল সার্ভিস কমিশনের তরফে পাঠানোর তৎপরতা শুরু হয়েছে। মনে করা হচ্ছে সেই বিষয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে অর্থ দপ্তরে ছাড়পত্র পেয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মনে করা হচ্ছে সেই বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উচ্চ প্রাথমিকের নিয়োগ বিষয় নিয়েও এদিনের বৈঠকে পর্যালোচনা করবেন শিক্ষা মন্ত্রী। নবম - দশম ও একাদশ - দ্বাদশ স্তরেও নিয়োগ নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
advertisement
এই দু'টি স্তরে নিয়োগের জন্য কত সংখ্যক শূন্য পদে রয়েছে, হাইকোর্টে তা ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। প্রতিটি জেলা থেকে শূন্য পদের তালিকা ও ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে পুজোর পরপরই এসএসসির মাধ্যমে নিয়োগ নিয়ে বিজ্ঞাপন দেওয়া যায় নাকি তা নিয়ে কমিশনের মতামত এই দিনের বৈঠকে শুনবেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক স্তরে টেট নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
পুজোর আগেই টেট নেওয়ার বিজ্ঞাপন দেওয়া যায় কি? তা নিয়ে চূড়ান্ত তৎপরতা চলছে পর্ষদের। পাশাপাশি নিয়োগ নিয়ে গত সপ্তাহের বৈঠকে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সে ক্ষেত্রে মনে করা হচ্ছে মঙ্গলবারের এই বিশেষ বৈঠকে নিয়োগ নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করতে পারেন শিক্ষামন্ত্রী।
Location :
First Published :
September 13, 2022 11:29 AM IST