Myntra Recruitment 2022: উৎসবের মরশুমে ১৬ হাজারেরও বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি; Myntra কী সুযোগ দিচ্ছে
- Published by:Teesta Barman
Last Updated:
ফ্লিপকার্ট (Flipkart) মালিকানাধীন এই কোম্পানি তাদের নতুন কর্পোরেট সদর দফতরের জন্য বেঙ্গালুরুর আউটার রিং রোডে ওয়ার্কস্পেস IndiQube-এর কাছ থেকে ৩০০,০০০ বর্গফুটের একটি প্লট লিজ নিয়েছে।
#কলকাতা: ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম মিন্ত্রা (Myntra) এই উৎসবের মরশুমে বিভিন্ন পদে কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডেলিভারি, গুদাম দেখাশোনা এবং লজিস্টিকসে বিভিন্ন পদের জন্য ১৬ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে সংস্থা। এই একই সংস্থা গত বছরেও এই সময়ে প্রায় ১১ হাজার কর্মসংস্থানের সুযোগ দিয়েছিল।
মিন্ত্রার চিফ হিউম্যান রিসোর্স অফিসার নূপুর নাগপাল (Nupur Nagpal) জানিয়েছেন যে, এই ১৬ হাজার পদের মধ্যে ১০ হাজারেরও বেশি পদে সরাসরি নিয়োগ হবে এবং ৬ হাজার পদে পরোক্ষ ভাবে নিয়োগের পরিকল্পনা নিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
সর্বশেষ খবর অনুসারে, বর্তমানে নতুন ব্যাচের প্রায় অর্ধেক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্টাফ কাজ চালিয়ে যাবেন এবং কন্টাক্ট সেন্টারের চুক্তিভিত্তিক স্টাফরা চুক্তি অনুসারেই কাজ পাবেন। এই বছর মিন্ত্রা যে পদগুলির জন্য নিয়োগের পরিকল্পনা করেছে সেগুলির মধ্যে রয়েছে শর্টিং, প্যাকিং, পিকিং, লোডিং, আনলোডিং, ডেলিভারি, রিটার্ন ইনস্পেকশন এবং এর পাশাপাশি কার্গো ফ্লিট ম্যানেজমেন্ট।
advertisement
এই বছরের জুনের শুরুতে, মিন্ত্রা তার ফ্ল্যাগশিপ এন্ড অফ রিজন সেল-এর (End of Reason Sale) প্রথম দিনে প্রায় ৫০ লক্ষেরও বেশি আইটেম বিক্রি করেছে। ওই সেল চলেছিল ১১ থেকে ১৬ জুন পর্যন্ত। মিন্ত্রার অধীনে থাকা খুচরো বিক্রেতারা প্রথম ২৪ ঘন্টার মধ্যে প্রায় ২.৬ মিলিয়ন আইটেম ডেলিভারি করেছিলেন। অনলাইন রিটেলার রিপোর্ট বলছে নিয়মিত দিনের তুলনায় এন্ড অফ রিজন সেল ইভেন্টের সময় সেল ট্রাফিক ৭০% বৃদ্ধি পেয়েছে। এই ফ্যাশন প্ল্যাটফর্মটি এই বছরের জুনে EORS বিক্রির আগে থার্ড পার্টির নিয়োগ স্কেলে প্রায় ২৭,৫০০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল।
advertisement
ফ্লিপকার্ট (Flipkart) মালিকানাধীন এই কোম্পানি তাদের নতুন কর্পোরেট সদর দফতরের জন্য বেঙ্গালুরুর আউটার রিং রোডে ওয়ার্কস্পেস IndiQube-এর কাছ থেকে ৩০০,০০০ বর্গফুটের একটি প্লট লিজ নিয়েছে।
ওই নতুন অফিসে বর্তমানে ২,৬০০ জন কর্মীর কাজের ক্ষমতা রয়েছে, যা আগের অফিসের থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কোম্পানিতে কর্মীদের নানা সুবিধে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল কাজের সময়ের ফ্লেক্সিবিলিটি। পাশাপাশি ফ্যাশন ই-টেলর কাজের মাধ্যমে কোম্পানি হাইব্রিড মডেল গ্রহণ করার চেষ্টা করছে, এতে কর্মীদের আরও সুবিধে বাড়বে। কোম্পানি ইতিমধ্যেই তার ১৩০,০০০ বর্গফুটের অফিসে স্থানান্তরিত হয়েছে। এর আগে অবশ্য কোম্পানির ঠিকানা ছিল হোয়সুর রোডের কুদলু গেটে। সেখানেই প্রায় ১২ বছর ধরে মিন্ত্রার অফিস চলছিল।
Location :
First Published :
September 13, 2022 4:22 PM IST