হোম /খবর /চাকরি /
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, জানুন

IIT Kanpur Recruitment 2022: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, জানুন বিশদে

বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের বিস্তারিত বিবরণ

অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্সেস এবং বায়োইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কগনিটিভ সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, আর্থ সায়েন্স, ইকোনমিক সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, স্পেস সায়েন্স, অ্যাস্ট্রনমি এবং সাসটেনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে প্রার্থীদের যুক্ত থাকতে হবে।

আরও পড়ুন: টেটের ফল প্রকাশ নিয়ে বড় খবর! শুরু আলোচনা, উত্তরপত্র আপলোড করার সময় নির্ধারিত

আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ড্রাইভের অধীনে বিভিন্ন সংরক্ষিত বিভাগ যেমন এসসি/ এসটি/ ওবিসি/ ইডব্লুএস/ পিডব্লুডি- ভিএইচ, ওএইচ, এইচএইচ-এর অন্তর্গত ভারতীয় নাগরিকরা থেকে আবেদনের যোগ্য।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর
পদের নামঅ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখবিশদ দেখুন

আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা

প্রার্থীদের তাঁদের নিজের নিজের শাখায় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের পূর্ববর্তী পর্যায়ে প্রথম শ্রেণী বা সমতুল্য ফলাফল থাকা কাম্য। যাঁরা সদ্য পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন তাঁদের প্রথম তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়গ করা হবে, পরে তাঁদের দক্ষতার ভিত্তিতে নিয়মিত পদে নিয়োগ করা হবে। যাঁদের পিএইচডি-পরবর্তী তিন বা তার বেশি বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা রয়েছে তাঁদের নিয়মিত পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: AAI ATC Recruitment 2022: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় ৩৬৪ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে

আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: বেতন

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ১ বেসিক পে- ১,০১,৫০০- ১,৬৭,৪০০ টাকাঅ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (কন্ট্রাক্ট) বেসিক পে- ৮৯,৯০০- ১,১৭,২০০ টাকাঅ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ২ (কন্ট্রাক্ট) বেসিক পে- ৮৯,৮০০- ৯৮,২০০ টাকা।

Published by:Anulekha Kar
First published:

Tags: Central govt job, IIT Kanpur, Job Vacancy