#নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বিভাগের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইবিপিএস প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট ২০২২: ইন্টারভিউয়ের তারিখ
আরও পড়ুন: শনিবার হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? রাশি মিলিয়ে জানুন
প্রার্থীদের রিপোর্টিং করার ঠিকানা: ‘Institute Of Banking Personnel Selection, Ibps House, 90 Ft Dp Road, Behind Thakur Polytechnic, Off. W E Highway, Kandivali (East), Mumbai 400101’।
এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।আরও পড়ুন: মোবাইল নম্বরে সংখ্যা ৮ রয়েছে? কত বার গুণেছেন? এর প্রভাব জীবনে কেমন পড়ে জানলে অবাক হবেন!
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন |
পদের নাম: | প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | মুম্বই |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা: | বিটেক/ এমসিএ বা বিএসসি- আইটি/ বিসিএ/ বিএসসি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি বা সমমানের ডিগ্রি |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
ইন্টারভিউয়ের তারিখ: | ১৪.১২.২০২২ |
আইবিপিএস প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়াআইবিপিএস, মুম্বাইতে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, শর্টলিস্টিং, অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টে এবং সার্টিফিকেটের মূল কপি সঙ্গে আনতে হবে। সেই সঙ্গে প্রতিটির তিন সেট ফটোকপি আনতে হবে। এছাড়াও এ-৪ কাগজে সম্পূর্ণ নির্ধারিত আবেদন ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র সঙ্গে আনতে হবে।
আইবিপিএস প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতাবিটেক/ এমসিএ বা বিএসসি- আইটি/ বিসিএ/ বিএসসি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকলে প্রার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
আইবিপিএস প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমাবয়স ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আইবিপিএস প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট ২০২২: বেতনপ্রার্থীরা বার্ষিক ৯,০০,০০০ টাকা বেতন সহ পিএফ, মেডিক্যাল অ্যালাওয়েন্স, ক্যান্টিন সাবসিডি, মেডিক্লেইম, এলটিসি, হাউজিং লোন, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন এবং আরও অনেক সুবিধে পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।