Cotton Corporation of India: কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে
- Published by:Anulekha Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩.০৮.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
নয়াদিল্লি: সম্প্রতি কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩.০৮.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৯৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
জুনিয়র কমার্শিয়াল একজিকিউটিভ: ৮১টি পদ।
ম্যানেজমেন্ট ট্রেইনি (মার্কেটিং): ৬টি পদ।
ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্ট): ৬টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া |
পদের নাম | জুনিয়র কমার্শিয়াল একজিকিউটিভ সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৯৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩.০৮.২০২৩ |
advertisement
কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে cotcorp.org.in অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
হোমপেজে ‘What’s New’-এ গিয়ে ‘Recruitment Against Various Post’ লেখা অপশনটিতে ক্লিক করতে হবে।
প্রথমে লগইন উইন্ডোতে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে
advertisement
সমস্ত তথ্য ভাল করে দেখে নিয়ে আবেদনের ফর্মটি জমা দিতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট করিয়ে নিতে হবে।
কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
জেনারেল/ইডব্লিউএস/ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি। এসসি/এসটি/প্রাক্তন চাকরিজীবী/পিডব্লুডি বিভাগের প্রার্থীদের আবেদন ফি প্রদানে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও সমস্ত সংরক্ষিত এবং অসংরক্ষিত প্রার্থীদের ৫০০ টাকা ইনটিমেশন ফি দিতে হবে।
advertisement
কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
জুনিয়র কমার্শিয়াল একজিকিউটিভ: আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর সহ এবং এসটি/এসসি/পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর সহ এগ্রিকালচারে বি.এসসি ডিগ্রি থাকতে হবে।
advertisement
ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): এগ্রিকালচার বিজনেসে ম্যানেজমেন্ট বা এগ্রিকালচার সম্পর্কিত এমবিএ ডিগ্রি থাকতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্ট): ফিনান্স/এমএমএস/এম.কম ডিগ্রি বা কমার্সে সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 8:05 PM IST