Recruitment 2023: গ্র্যাজুয়েট হলেই গবেষণার সুযোগ আইআইটি-তে! দেরি না করে আবেদন করুন আজই

Last Updated:

Recruitment 2023: খড়গপুর আইআইটিতে কাজের সুযোগ। গবেষণা সংক্রান্ত কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ নেবে আইআইটি খড়গপুর।

গ্রেজুয়েট হলেই গবেষণার সুযোগ আইআইটি-তে!
গ্রেজুয়েট হলেই গবেষণার সুযোগ আইআইটি-তে!
খড়গপুর: খড়গপুর আইআইটিতে কাজের সুযোগ। গবেষণা সংক্রান্ত কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ নেবে আইআইটি খড়গপুর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়গপুর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের জিয়োলজি এবং জিয়োফিজিক্স বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) নেওয়া হবে। বিশেষ প্রজেক্টের কাজের জন্য জেআরএফ নেওয়া হবে। প্রোজেক্টটি স্পনসর করছে ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস’। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
advertisement
advertisement
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই)/ মাস্টার অফ টেকনোলজি (এমটেক) অথবা মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি থাকতে হবে। সঙ্গে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট/ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
প্রার্থীকে প্রথমে আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৮ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2023: গ্র্যাজুয়েট হলেই গবেষণার সুযোগ আইআইটি-তে! দেরি না করে আবেদন করুন আজই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement