Recruitment 2023: বড় সুযোগ! উচ্চ মাধ‍্যমিক পাশ করলেই বেসরকারী সংস্থায় একাধিক পদে মিলবে চাকরি

Last Updated:

Recruitment 2023: নিজস্ব যোগত্যার নিরিখে মিলবে চাকরি সেই সঙ্গে সামিউন অ্যাগ্রম্যারিন নামক এই বেসরকারী সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ
একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ
পূর্ব বর্ধমান: বড় সুযোগ রয়েছে পূর্ব বর্ধমান জেলার মধ্যে কর্মসংস্থানের। সামিউন অ্যাগ্রম্যারিন এল. এল. পি. নামক বেসরকারী সংস্থায় বর্ধমান শাখায় কর্মসংস্থানের সুযোগ। নিজস্ব যোগত্যার নিরিখে মিলবে চাকরি সেই সঙ্গে সামিউন অ্যাগ্রম্যারিন নামক এই বেসরকারী সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং হিন্দি ও ইংরেজি ভাষায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার রয়েছে। একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। এই মাসের ২৯ তারিখ পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন। এই বেসরকারী সংস্থায় নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগের অন্যান্য বিষয় সম্পর্কে নীচে দেওয়া হয়েছে।
নিয়োগ বোর্ড ও পদের নাম: সামিউন অ্যাগ্রম্যারিন এল. এল. পি. নামক বেসরকারী সংস্থায় রয়েছে চাকরির সুযোগ। (i) সেলস প্রোমোটার, (ii) অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, (iii) সেলস ম্যানেজার , (iv) জেনারেল সেলস ম্যানেজার , (v) অ্যাসিস্ট্যান্ট কাল্টিভেশন ডেভলপার সহ একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা।
advertisement
advertisement
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বেতন : ১) সেলস প্রোমোটার , পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করলেই। অভিজ্ঞ এবং যারা একদম নতুন উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা – কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যে কোনও আঞ্চলিক ভাষায় যেমন- (অসমীয়া / বাংলা / গুজরাতি / মালয়ালম / মারাঠি / ওড়িয়া / পাঞ্জাবি / তামিল / তেলেগু)। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹8,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
২) অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার, পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹12,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
৩) সেলস ম্যানেজার, পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা – কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹18,500/- থেকে ₹21,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
৪) জেনারেল সেলস ম্যানেজার , পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের কম করে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা – কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹25,000/- থেকে ₹28,000/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
৫) অ্যাসিস্ট্যান্ট কল্টিভেশন ট্রেনার , পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র স্নাতক পাস। এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটো আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹13,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে। (এটি হল দক্ষ বাগানের কাজ বিভিন্ন ধরণের গাছের প্রচার ও চাষ: পরিকল্পনা, স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা ল্যান্ডস্কেপ করা জায়গাগুলি সরকারী জমিতে; এবং জনসাধারণের জন্য উদ্যানপালন কর্মসূচির পরিকল্পনা, পরিচালনা এবং সমন্বয়।)
advertisement
শূন্যপদের বিস্তারিত: ১) সেলস প্রোমোটার পদের জন্য মোট (৬৪) চৌষট্টি জন কে নেওয়া হবে ।
২) অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার পদের জন্য মোট (৮)আট জন কে নেওয়া হবে।৩) সেলস ম্যানেজার পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে।৪) জেনারেল সেলস ম্যানেজার পদের জন্য মোট (২) দুই জন কে নেওয়া হবে। ৫) অ্যাসিস্ট্যান্ট কল্টিভেশন ট্রেনার পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে ।
নির্বাচনের প্রক্রিয়া: এই জুলাই মাসের ২৯ তারিখ অবধি অর্থাৎ ২৯/৭/২০২৩ অনুযায়ী পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। ইন্টারভিউর মাধ্যমে সকলকে নির্দিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ৩০ শে জুলাই রবিবার এবং ৩১ শে জুলাই সোমবার।
ঠিকানা: SAMIUN AGROMARINE LLP, 1st Floor, 42/2 Bahir Sarbamangala Para, Nazrulpally, Near City Hotel More Bus Stop, Post. & P.S. – Burdwan, Purba Bardhaman, West Bengal, 713101, INDIA
যোগাযোগ: CV (সিভি) পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন :- 7557830263 / 8927252869 / 7031300487) এই নম্বরে।
বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2023: বড় সুযোগ! উচ্চ মাধ‍্যমিক পাশ করলেই বেসরকারী সংস্থায় একাধিক পদে মিলবে চাকরি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement