Airtel Recruitment 2023: কলকাতায় এয়ারটেলে চাকরির দুর্দান্ত সুযোগ! একদম হাতছাড়া করবেন না

Last Updated:

টেলিকম সংস্থা এয়ারটেলে কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

এয়ারটেল
এয়ারটেল
কলকাতা: টেলিকম সংস্থা এয়ারটেলে কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
পদের নাম:- বিজ্ঞপ্তি অনুসারে, টেরিটারি ম্যানেজার (আর্বান মাস রিটেল) পদে নিয়োগ করা হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা:- বিজ্ঞপ্তি অনুসারে, ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি:- বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহীরা এখনই অনলাইন আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে: https://careers.airtel.com ওয়েবসাইটের 'ফাইন্ড ওপেন অপরচুনিটিস' বিভাগে ক্লিক করবেন। 'নিয়ার লোকেশন'-এর জায়গায় কলকাতা লিখতে হবে।
advertisement
যোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুসারে, যে কোন শাখার গ্রাজুয়েটরা আবেদনের যোগ্য। ম্যানেজমেন্টের পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবেন। এম এস অফিস ও এক্সেল ব্যবহার করে কাজের জ্ঞান থাকতে হবে। পাশাপাশি টেলিকম বা এফ এম সি জি বিপণন ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
advertisement
কাজের ধরন:- নির্দিষ্ট অঞ্চলে সিম ও ডেটা বিপণন বৃদ্ধি, এলাকা অনুসারে নতুন গ্রাহক নির্দিষ্টকরণ, রিটেলার ও ফিল্ড সেলস এক্সিকিউটিভদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, ক্রেতা বদলাতে থাকা চাহিদা সম্পর্কে অবহিত থাকা ইত্যাদি এই পদের কাজের দায়িত্ব নিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Airtel Recruitment 2023: কলকাতায় এয়ারটেলে চাকরির দুর্দান্ত সুযোগ! একদম হাতছাড়া করবেন না
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement