SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে প্রচুর পদে নিয়োগের দারুণ সুযোগ! জানুন
- Published by:Sayani Rana
- Written by:Trending Desk
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
পদের নাম: | চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর– এনিটাইম চ্যানেল (সিএমএফ- এসি), চ্যানেল ম্যানেজার সুপারভাইজার- এনিটাইম চ্যানেল (সিএমএফ- এসি), সাপোর্ট অফিসার- এনিটাইম চ্যানেল (এসও- এসসি) |
শূন্যপদের সংখ্যা: | ১০১৩ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | বিশদ দেখুন |
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১০১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর– এনিটাইম চ্যানেল (সিএমএফ- এসি)- ৮২১টি পদ
চ্যানেল ম্যানেজার সুপারভাইজার- এনিটাইম চ্যানেল (সিএমএফ- এসি)- ১৭২টি পদ
সাপোর্ট অফিসার- এনিটাইম চ্যানেল (এসও- এসসি)- ৩৮টি পদ
advertisement
আবেদনের যোগ্যতা:- চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর– এনিটাইম চ্যানেল (সিএমএফ- এসি)- নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যেহেতু আবেদনকারীরা অবসরপ্রাপ্ত ব্যাঙ্কের কর্মী। তবে এটিএম অপারেশনে কাজের অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীর স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে এবং পিসি/ মোবাইল অ্যাপ/ ল্যাপটপের মাধ্যমে বা প্রয়োজন অনুযায়ী মনিটরিংয়ের দক্ষতা থাকতে হবে।
advertisement
চ্যানেল ম্যানেজার সুপারভাইজার- এনিটাইম চ্যানেল (সিএমএফ- এসি) এবং সাপোর্ট অফিসার- এনিটাইম চ্যানেল (এসও- এসসি)- নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, যেহেতু আবেদনকারীরা অবসরপ্রাপ্ত ব্যাঙ্কের কর্মী। তবে এটিএম অপারেশনে কাজের অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীর স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে এবং পিসি/ মোবাইল অ্যাপ/ ল্যাপটপের মাধ্যমে বা প্রয়োজন অনুযায়ী মনিটরিংয়ের দক্ষতা থাকতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 11:13 PM IST