Lok Sabha Elections 2024 Mamata Banerjee: 'চটিটা ছিঁড়ে গেছে...', গোপীবল্লভপুরে সভার শেষে সেফটি পিনের খোঁজ মমতার

Last Updated:

Mamata Banerjee: ঝাড়গ্রামে গোপিবল্লভপুরে তৃণমূল সুপ্রিমোর সভায় বিপত্তি। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষ হওয়ার পরে তাঁর জুতো ছিড়ে গেল। মঞ্চে উপস্থিত অতিথিদের থেকে জুতো সারানোর জন্য চাইলেন সেফটিপিন!

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে গোপিবল্লভপুরে তৃণমূল সুপ্রিমোর সভায় বিপত্তি। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষ হওয়ার পরে তাঁর জুতো ছিড়ে গেল। মঞ্চে উপস্থিত অতিথিদের থেকে জুতো সারানোর জন্য চাইলেন সেফটিপিন!
শুক্রবার তৃণমূলের মুখ্যমন্ত্রীর জনসভায় বিরোধিদের আক্রমণ করা ছাড়াও একাধিক বিষয় উঠে আসে। ছত্রধর মাহাতোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম ছত্রধর মাহাতো।২০০৮ সালে ছত্রধর তৃণমূল করত। যখন ভয়ে লালগড়ে কেউ যেত না আমি কিন্তু দিনের পর দিন গেছি। আমার গাড়ি আটকে রেখেছে। গোপীবল্লভপুর আন্দোলনের কেন্দ্র বিন্দু ছিল। জঙ্গলমহল আমি যে কারোর থেকে ভালো বুঝি। আমি তাই জেতার পর প্রথম মিটিং নোয়াগ্রামে করেছিলাম।”
advertisement
advertisement
তৃণমূল সরকারের আমলেই পৃথক জেলা হয় জঙ্গলমহল, সেই প্রসঙ্গে তিনি বলেন, “২০১৭ সালের এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম। আগে জঙ্গলমহলে পড়াশোনার হার কী ছিল! এখন ডক্টর, ইঞ্জিনিয়ার হচ্ছে। এটা আমার গর্ব। আমরা এসে সাঁওতালি ভাষাকে গুরত্ব দিচ্ছি। শিক্ষক পাওয়া যাচ্ছিল না, প্যারা শিক্ষক দিয়ে চালানো হয়েছে।
advertisement
বিরোধিদের আক্রমণ করে তিনি বলেন, “ভুয়ো বিজ্ঞাপন, পুরো নাটক, মতুয়া ভাইবোনেরা বিশ্বাস করবেন না। যাদের ছবি দিয়েছে তাদের মধ্য অনেকে আফগান আছে। তাদের সঙ্গে বাংলায় সম্পর্ক নেই। ভোটের আগে রাজনীতি, ভোটের পর জেলে ভরে দেবে। ওদের কথার কোনো গ্যারান্টি নেই। ২ বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি। ৪২০, নো গ্যারান্টি।” অন্যান্য সভার মতো ঝাড়গ্রামেও তিনি একশো দিনের কাজ, আবাস যোজনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন।
advertisement
বিজেপির উদ্দেশে তিনি আরও বলেন, “বিজেপি কুর্মী এবং আদিবাসীদের মধ্যে লড়াই লাগাতে চাইছে। আদিবাসীদের জমি কোনও হস্তান্তর চলবে না।আদিবাসীদের জমি কেউ টাকা দিয়ে কাড়তে পারবে না। কুরমিরা দাবি করতে পারেন আগে তো আমাদের সমীক্ষা করতে হবে। যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ কেড়ে নিতে পারবে না। বিজেপির মতো এত বড় চোর, এত বড় ডাকাত কোথাও নেই।
advertisement
বিজেপি এবং তৃণমূলকে এক সঙ্গে আক্রমণ করে তিনি বলেন, “সিপিআইএমগুলো বিজেপির হার্মাদ হয়ে গেছে। ওদের ক্ষমা করবেন না।তারা যদি আবার আসে আবার গুলি ছুড়বে, আবার অশান্তি করবে। ওদের আসতে দেবেন না। জঙ্গলমহল সুন্দর থাক।”
সবার শেষে হঠাৎ জানা যায় মমতার জুতো ছিঁড়ে গেছে। জুতো সারানোর জন্য সেফটিপিনের খোঁজ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “ওর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে। ওর কী দোষ!”
বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Lok Sabha Elections 2024 Mamata Banerjee: 'চটিটা ছিঁড়ে গেছে...', গোপীবল্লভপুরে সভার শেষে সেফটি পিনের খোঁজ মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement