ICC T20 world cup 2024: বিশ্বকাপের প্রস্তুতি ম্যচ নিয়ে জোর ধাক্কা পাকিস্তানের, কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত?

Last Updated:

ICC t20 world cup 2024: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করল আইসিসি। ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপে ভারতে নামতে চলেছে ৫ জুন।

ভারতীয় দল।
ভারতীয় দল।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করল আইসিসি। ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপে ভারতে নামতে চলেছে ৫ জুন।
বিশ্বকাপে নামার আগে কোন দল ক’টি প্রস্তুতি ম্যাচ খেলবে তার সূচি ঘোষণা করল আইসিসি। প্রস্তুতি ম্যাচ নিয়ে বেশ চাপে ইংল্যান্ড এবং পাকিস্তান। গত বারের টি২০ বিশ্বকাপের ফাইনালিস্ট এই দুই দল কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। পাকিস্তান এবং ইংল্যান্ড চারটি টি২০ ম্যাচের সিরিজ় খেলবে বিশ্বকাপের আগে, তাই তাদের কোনও প্রস্তুতি ম্যাচ নেই। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ নেই নিউজিল্যান্ডের। ভারত একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ১ জুন এই প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দেশ। এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে নিউ ইয়র্কে।
advertisement
advertisement
বিশ্বকাপের আগে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচের তালিকা ঘোষণা করা হয়েছে আইসিসির তরফে। প্রস্তুতি ম্যাচগুলিতে ১৫ জনকেই খেলাতে পারবে দলগুলি। ২৬ জুন আইপিএল ফাইনাল। তার পরেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারত। রোহিতদের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ছাড়াও ভারত মুখোমুখি হবে পাকিস্তান, আমেরিকা, কানাডার বিরুদ্ধে।
advertisement
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি:
২৭ মে— কানাডা বনাম নেপাল
ওমান বনাম পাপুয়া নিউ গিনি
নামিবিয়া বনাম উগান্ডা
২৮ মে— শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস
বাংলাদেশ বনাম আমেরিকা
অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া
২৯ মে— আফগানিস্তান বনাম ওমান
৩০ মে— নেপাল বনাম আমেরিকা
স্কটল্যান্ড বনাম উগান্ডা
নেদারল্যান্ডস বনাম কানাডা
নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া
advertisement
৩১ মে— আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান
১ জুন— ভারত বনাম বাংলাদেশ
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 world cup 2024: বিশ্বকাপের প্রস্তুতি ম্যচ নিয়ে জোর ধাক্কা পাকিস্তানের, কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত?
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement