প্রিয়াঙ্কার অভিনয়ে মুগ্ধ জিৎ
Last Updated:
#কলকাতা: জিৎ মানেই এক্সট্রা গ্ল্যামার ফ্যাক্টর ৷ রুপোলি পর্দায় জিতের এন্ট্রি মানেই হলের ভিতর দর্শকদের চরম উন্মাদনা ৷ মারকাটারি অ্যাকশন আর ফাটাফাটি ডায়লগে বিনোদনের একশো শতাংশ গ্যারান্টি ৷ আরও একবার পর্দা কাঁপাতে আসছেন এই টলি তারকা ৷ এবার তিনি ‘সুলতান’৷ আগামী ১৫ জুন মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত ‘সুলতান দ্য স্যাভিয়র’৷ ইতিমধ্যেই জিতের আপকামিং ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে ৷
advertisement
advertisement
নতুন ছবির মুক্তি নিয়ে বেশ আনন্দে জিৎও ৷ একই সঙ্গে নায়ক এই ছবিতে তাঁর সহকর্মীর প্রশংসাতেও পঞ্চমুখ ৷ আর সেই সহকর্মীটি হলেন প্রিয়াঙ্কা সরকার ৷ সম্প্রতি ‘দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসব’-এ সেরা অভিনেত্রী হয়েছেন তিনি ৷ ‘সুলতান’-এ এক্কেবারে অন্য অবতারে দেখা যাবে প্রিয়াঙ্কাকে ৷ তিনি জানিয়েছেন, অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ তবে জিতের নায়িকা হওয়ার স্বপ্ন যে কোনও অভিনেত্রীর মতো তাঁরও ছিল ৷ আর এই ছবিতে অভিনয় করার অফার আসতেই আনন্দের মাত্রা কয়েকগুন হয়ে গিয়েছিল তাঁর ৷
advertisement
& finally a selfie with *the* #SultanTheSaviour ... #LastDayOfShootScenes ... A post shared by PriyankaSarkar (@priyankasarkarz) on
advertisement
জিৎ জানিয়েছেন, এই ছবিতে দু’টি প্রধান মহিলা চরিত্র রয়েছে ৷ একটি হল ছবিতে জিৎ-এর বোনের চরিত্র ৷ এবং অন্যটি হল জিৎ-এর নায়িকার চরিত্র ৷ আর প্রিয়াঙ্কাকে তার মধ্যে থেকে একটি চরিত্র নিজে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল ৷ প্রিয়াঙ্কা কিন্তু বোনের চরিত্রটিই বেছে নিয়েছিলেন ৷ কেন না তাঁর কাছে মনে হয়েছিল যে, ওই চরিত্রটিতে অনেক শেড রয়েছে ৷ যা অভিনেত্রী হিসেবে আরও অনেকটা বেশি তৃপ্তি দেবে ৷
advertisement
শ্যুটিংয়ের অভিজ্ঞতারও দারুণ ৷ রাজা চন্দ পরিচালিত এই ছবিতে জিৎ, প্রিয়াঙ্কা, ছবির নায়িকা মিম-সহ অন্যান্য অভিনেতারাও চুটিয়ে অভিনয় করেছেন ৷ নাচ-গান-অ্যাকশনে ভরপুর এই ছবিতে একটি গানের তালে নাচ করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকেও ৷ আর ছবির তৈরির অভিজ্ঞতা ঠিক কেমন ছিল তা নিয়ে মন খুলে বললেন জিৎ ও প্রিয়াঙ্কা ৷ আর তাঁদের সেই কথা-বার্তা আর ছবি তৈরি টুকরো কোলাজের ভিডিও আপলোড হল ইউটিউবে ৷ ইতিমধ্যেই প্রায় এক লক্ষ দর্শক সেই ভিডিওটি দেখে ফেলেছেন ৷
view commentsLocation :
First Published :
May 27, 2018 5:25 PM IST