প্রিয়াঙ্কার অভিনয়ে মুগ্ধ জিৎ

Last Updated:
#কলকাতা: জিৎ মানেই এক্সট্রা গ্ল্যামার ফ্যাক্টর ৷ রুপোলি পর্দায় জিতের এন্ট্রি মানেই হলের ভিতর দর্শকদের চরম উন্মাদনা ৷ মারকাটারি অ্যাকশন আর ফাটাফাটি ডায়লগে বিনোদনের একশো শতাংশ গ্যারান্টি ৷ আরও একবার পর্দা কাঁপাতে আসছেন এই টলি তারকা ৷ এবার তিনি ‘সুলতান’৷ আগামী ১৫ জুন মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত ‘সুলতান দ্য স্যাভিয়র’৷ ইতিমধ্যেই জিতের আপকামিং ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে ৷
advertisement
advertisement
নতুন ছবির মুক্তি নিয়ে বেশ আনন্দে জিৎও ৷ একই সঙ্গে নায়ক এই ছবিতে তাঁর সহকর্মীর প্রশংসাতেও পঞ্চমুখ ৷ আর সেই সহকর্মীটি হলেন প্রিয়াঙ্কা সরকার ৷ সম্প্রতি ‘দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসব’-এ সেরা অভিনেত্রী হয়েছেন তিনি ৷ ‘সুলতান’-এ এক্কেবারে অন্য অবতারে দেখা যাবে প্রিয়াঙ্কাকে ৷ তিনি জানিয়েছেন, অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ তবে জিতের নায়িকা হওয়ার স্বপ্ন যে কোনও অভিনেত্রীর মতো তাঁরও ছিল ৷ আর এই ছবিতে অভিনয় করার অফার আসতেই আনন্দের মাত্রা কয়েকগুন হয়ে গিয়েছিল তাঁর ৷
advertisement
& finally a selfie with *the* #SultanTheSaviour ... #LastDayOfShootScenes ... A post shared by PriyankaSarkar (@priyankasarkarz) on
advertisement
জিৎ জানিয়েছেন, এই ছবিতে দু’টি প্রধান মহিলা চরিত্র রয়েছে ৷ একটি হল ছবিতে জিৎ-এর বোনের চরিত্র ৷ এবং অন্যটি হল জিৎ-এর নায়িকার চরিত্র ৷ আর প্রিয়াঙ্কাকে তার মধ্যে থেকে একটি চরিত্র নিজে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল ৷ প্রিয়াঙ্কা কিন্তু বোনের চরিত্রটিই বেছে নিয়েছিলেন ৷ কেন না তাঁর কাছে মনে হয়েছিল যে, ওই চরিত্রটিতে অনেক শেড রয়েছে ৷ যা অভিনেত্রী হিসেবে আরও অনেকটা বেশি তৃপ্তি দেবে ৷
advertisement
শ্যুটিংয়ের অভিজ্ঞতারও দারুণ ৷ রাজা চন্দ পরিচালিত এই ছবিতে জিৎ, প্রিয়াঙ্কা, ছবির নায়িকা মিম-সহ অন্যান্য অভিনেতারাও চুটিয়ে অভিনয় করেছেন ৷ নাচ-গান-অ্যাকশনে ভরপুর এই ছবিতে একটি গানের তালে নাচ করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকেও ৷ আর ছবির তৈরির অভিজ্ঞতা ঠিক কেমন ছিল তা নিয়ে মন খুলে বললেন জিৎ ও প্রিয়াঙ্কা ৷ আর তাঁদের সেই কথা-বার্তা আর ছবি তৈরি টুকরো কোলাজের ভিডিও আপলোড হল ইউটিউবে ৷ ইতিমধ্যেই প্রায় এক লক্ষ দর্শক সেই ভিডিওটি দেখে ফেলেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কার অভিনয়ে মুগ্ধ জিৎ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement