Jalpaiguri News: বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সঙ্গে গোলমরিচ চাষ করে স্বনির্ভর হন
- Published by:Dolon Chattopadhyay
- local18
Last Updated:
বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সাথে গোলমরিচ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন মহিলারা। এনিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মোহিতনগর গবেষণা কেন্দ্রে।
জলপাইগুড়ি: বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সঙ্গে গোলমরিচ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন মহিলারা। এনিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মোহিতনগর গবেষণা কেন্দ্রে। কেন্দ্রীয় রোপন ফসল অনুসন্ধান সংস্থার ইনচার্জ অরুণ কুমার শিট জানান, "আদিবাসী মহিলাদের গোলমরিচ চাষ নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। যারা সুপারি চাষ করেন তারা একই সঙ্গে গোলমরিচ এবং নারকেল একসঙ্গে চাষ অর্থাৎ মিশ্র চাষ করলে তাঁরা আর্থিক ভাবে অনেক বেশী লাভবান হতে পারবেন। গোলমরিচ এবং সুপারির জন্য উত্তরবঙ্গ বিশেষ করে জলপাইগুড়ি ডুয়ার্স ও আলিপুরদুয়ার জেলায় আবহাওয়া অনুকূল। বাজারে গোলমরিচের এবং সুপারির চাহিদা যথেষ্টই রয়েছে।"
এই চাষ করার মাধ্যমে জীবিকার মানোন্নয়ন ঘটবে বলেই আশাবাদী সকলে। চা বাগানের চা শ্রমিক মহিলাদের চা পাতা তোলার মজুরীর পাশাপাশি সুপারি বা নারকেল গাছের সাথে গোলমরিচ চাষ করলে তাদের আয় বৃদ্ধি হবে। এছাড়াও জীবিকার মনের উন্নয়ন ঘটবে। এই লক্ষ্যেই জেলার বানারহাট ব্লকের ট্রাইবাল কমিউনিটির মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রীয় রোপন ফসল অনুসন্ধান সংস্থান ইনচার্জ অরুণ কুমার শিট এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, \"গোলমরিচের গাছ লতানো বলে সুপারি গাছে এবং নারকেল গাছে এই ফসল ফলাতে অতিরিক্ত জমির প্রয়োজন পড়েনা।"
advertisement
advertisement
এরই পাশাপাশি এই চা বাগান উদ্ভাসিত এলাকায় এই মহিলাদের পাশে থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এই ধরনের শিবিরে নিজেদেরকে উপস্থিত রেখেছিলেন। এই ট্রেনিং অনেকটাই কাজে লাগবে সকলের। এলাকায় অন্যান্য মানুষদেরও এভাবে মিশ্রচাষে আর্থিকভাবে স্বাবলম্বী হতে করে তুলতে পারবে। তবে গোটা এই চাষ করার পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে চা বলার মহিলারা আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠতে পারবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
Surajit Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 12:02 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সঙ্গে গোলমরিচ চাষ করে স্বনির্ভর হন