Jalpaiguri News: জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ, আতঙ্ক ধূপগুড়ির পশ্চিম ডাউকিমারী এলাকায়

Last Updated:

Jalpaiguri News: জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ। আতঙ্ক ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারী এলাকায়।বাড়ির চারপাশে বাঘের পায়ের ছাপ। বাড়ি থেকে বের হওয়াই যেন দায়! আতঙ্কে ত্রস্ত হয়ে রয়েছেন  ডাউকিমারী এলাকার মানুষেরা। বাঘ ধরতে প্রস্তুত বন দফতর।

+
জঙ্গল

জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ,আতঙ্ক

#জলপাইগুড়ি: জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ।আতঙ্ক ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারী এলাকায়।বাড়ির চারপাশে বাঘের পায়ের ছাপ। বাড়ি থেকে বের হওয়াই যেন দায়! আতঙ্কে ত্রস্ত হয়ে রয়েছেন ডাউকিমারী এলাকার মানুষেরা। বাঘ ধরতে প্রস্তুত বন দফতর।কিন্তু অপেক্ষা করেও তার দেখা মিলছে না। বাঘের আতঙ্ক যেন ঘুম কেড়েছে স্থানীয়দের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
দিন দুয়েক আগে, গভীর রাতে ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারি এলাকার মনিরুল হক নামে এক ব্যক্তির বাড়িতে বাঘ ঢুকে যায়। ঘরে ঢুকে ছাগলকে মেরে দেয় বাঘ। তার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিকে এই ঘটনার খানিক ব্যবধানে এলাকাবাসীরা দেখতে পান বাঘের পায়ের ছাপ বাড়ির চারপাশে। পায়ের ছাপ দেখে সন্দেহ হয়, যে চিতাবাঘটি আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তখনই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।স্থানীয়রা মনে করছেন, লোকালয়ের পাশেই রয়েছে চায়ের বাগান। সেখান থেকে বাঘ আসার আশঙ্কা খুবই বেশি। ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারি এলাকায় ঘটনাটি ঘটেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: Alipurduar News: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কালচিনি ব্লকের গাড়োপাড়া এলাকায়
ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে নাথুয়া রেঞ্জের বন-কর্মীদের এবং ধুপগুড়ি থানায়। তবে, ঘটনাস্থলে কারোর দেখা মেলেনি বলে অভিযোগ করেছেন একাংশ এলাকাবাসী।একথা বলতেই হয় যে, ছাগলের মৃতদেহ ও বাঘের পায়ের ছাপকে ঘিরে এই মূহুর্তে আতঙ্ক যেন ঘুম কেড়েছেএলাকাবাসীদের।এদিন এলাকার এক বাড়িতে ছাগলের দেহ পাওয়ার ঘটনা বিষয়টিকে আরো চাঞ্চল্যকর করে তোলে। চা বাগানের ভেতরে বাঘ আস্তানা গেড়ে থাকতে পারে এমনটাও মনে করেছেন এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুন:  Siliguri News : শিলিগুড়িতে এবার অক্ষরধাম মন্দির, পুজো দেখার অধীর অপেক্ষা শুরু
এই ঘটনায় বনদফতরজানিয়েছে, নজর রাখা হচ্ছে ওই এলাকায়। কিছু ঘটলেই ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, এক দুদিন আগে গভীর রাতে বাঘ এসে ছাগলের মাথা আচড়ে তাকে মেরে ফেলেছিল। কিন্তু তার পর সেটিকে ধরার আগে সেটি পালিয়ে যায়। আর তাতেই সারা গ্রাম জুড়ে ভয়ের পরিবেশ।
advertisement
গীতশ্রী মুখার্জি
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ, আতঙ্ক ধূপগুড়ির পশ্চিম ডাউকিমারী এলাকায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement