Alipurduar News: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কালচিনি ব্লকের গাড়োপাড়া এলাকায় 

Last Updated:

Alipurduar News: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কালচিনি ব্লকে।বিশেষ করে ব্লকের গাড়োপাড়া গ্রাম পঞ্চায়েতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।ব্লক প্রশাসনের কড়া নজর রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে।

+
title=

#আলিপুরদুয়ার: ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কালচিনি ব্লকে।বিশেষ করে ব্লকের গাড়োপাড়া গ্রাম পঞ্চায়েতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।ব্লক প্রশাসনের কড়া নজর রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন পরিদর্শনে যান এই এলাকায়। তিনি এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের পরিস্কার থাকার পরামর্শ দেন।নিকাশি নালা পরিস্কার রাখার নির্দেশ দিয়েছেন গ্রাম পঞ্চায়েতকে।
বিডিও প্রশান্ত বর্মন জানান, এলাকায় ডেঙ্গি আক্রান্তের হদিস মিলতেই ব্লক প্রশাসন কড়া নজর রাখছে গ্রামটির ওপর। কোন ওভাবেই যাতে এলাকায় জল না জমে তা দেখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা এসে আক্রান্তদের খোঁজ নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে একজন পড়ুয়া আছে, যে বতর্মানে সুস্থ।কালচিনি ব্লক ডেঙ্গিপ্রবণ।এই ব্লক ডেঙ্গুমুক্ত রাখতে সব চেষ্টা করা হবে।
কালচিনি ব্লক স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে, ২০১৯ সালে কালচিনি ব্লকে ডেঙ্গু ভয়াবহ আকার নিয়েছিল।সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল জয়গাঁ এলাকায়। কালচিনি ব্লকে আক্রান্তের সংখ্যা ছিল ২২২৮ জন। জয়গাঁ এলাকাতেই ২২০০জন আক্রান্ত হয়েছিল। দুজনের মৃত্যু হয় জয়গাঁতে।2020 তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমে ২১। ২০২১ সালে ৬৩জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মেলে কালচিনি ব্লকে। ২০২২সালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এই সংখ্যা যাতে আরও বৃদ্ধি না পায় সেদিকে নজর রয়েছে কালচিনি ব্লক প্রশাসনের।
advertisement
advertisement
ব্লকবাসীদের সজাগ ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন।সাফাইকর্মীরা এলাকা পরিস্কার করবেন ঠিকই।পাশাপাশি নিজেদের ঘরবাড়ি এলাকাবাসীদের পরিষ্কার রাখার পরামর্শ তিনি দিয়েছেন। ডেঙ্গি মোকাবেলায় ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রতিটি এলাকায় টিম রাখা হয়েছে।যার মধ্যে একজন স্প্রে কর্মী, ২জন স্কেভেনডিং স্টাফ, ১জন স্কেভেনডিং টেকনিক্যাল সুপারভাইজার, ১জন হেল্থ সুপারভাইজার রয়েছে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কালচিনি ব্লকের গাড়োপাড়া এলাকায় 
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement