Jalpaiguri News: আর কবে বোনাস হবে! চা বাগান মালিকরা দাবি না মানায় তুমুল অশান্তি
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্গাপুজো এসে গেলেও এখনও বোনাস হয়নি। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন চা বাগান শ্রমিকরা
জলপাইগুড়ি: পুজো এসে গেলেও চা বাগান শ্রমিকদের বোনাসের সমস্যা এখনও মিটল না। আর তাতেই ক্ষুব্ধ শ্রমিকরা জাতীয় সড়ক অবরোধ করলেন। বোনাসের দাবিতে শিলিগুড়ি-জলপাইগুড়ি ভায়া বাগডোগরা জাতীয় সড়ক অবরোধে করে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: স্কুলেও দূষণ যন্ত্র! এই শহরে ব্যতিক্রমী ঘটনা
২০ শতাংশ বোনাসের দাবিতে অনঢ় চা শ্রমিক ইউনিয়নগুলি। অপরদিকে চা বাগান মালিকরা ১৫ শতাংশের বেশি বোনাস দিতে রাজি নয়। এই নিয়ে বৈঠক চললেও তা বারবার ভেস্তে যাচ্ছে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন শ্রমিকরা। প্রতিবাদে বুধবার জলপাইগুড়ি জেলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
advertisement
advertisement
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাগডোগরা সংলগ্ন এলাকায় চেউলিবাড়ি চা বাগানের শ্রমিকরা পথ অবরোধ করেন। এই ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় ওই রাস্তায়। ঘটনাস্থলে উপস্থিত হয় বেলাকোবা আউট পোস্টের পুলিশ। লাল ঝান্ডা হাতে সিআইটিইউ নেতা ও শ্রমিকদের দাবি তোলেন, যতক্ষণ পর্যন্ত ২০ শতাংশ বোনাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ চলবে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের অনেকক্ষণ বোঝানোর পর তাঁরা অবরোধ তুলে নেন। তবে খুব শীঘ্রই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আনদোলনে নামার হুমকি দিয়েছেন চা শ্রমিককরা।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2023 6:54 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আর কবে বোনাস হবে! চা বাগান মালিকরা দাবি না মানায় তুমুল অশান্তি









