Jalpaiguri News: চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত চা শ্রমিক

Last Updated:

বুধবার সকালে জলপাইগুড়ির ওরিয়ন চা বাগানে হঠাৎ হানা দেয় একটি চিতাবাঘ। সে হঠাৎই গোপাল দাস নামে এক চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে।

জলপাইগুড়ি: শহর থেকে সামান্য দূরে লোকালয়ে চিতাবাঘের হানা। সামনাসামনি পড়ে গিয়ে আহত হলেন চা বাগানের এক শ্রমিক। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির মরিয়ম বস্তি এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে জলপাইগুড়ির ওরিয়ন চা বাগানে হঠাৎ হানা দেয় একটি চিতাবাঘ। সে হঠাৎই গোপাল দাস নামে এক চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে। ওই যুবক কোনরকমে প্রাণে রক্ষা পেলেও তার কানের পেছনে চিতাবাঘের থাবায় গভীর ক্ষত তৈরি হয়েছে। এদিকে এই চা বাগানে প্রথমবার চিতাবাঘ ঢুকে পড়ে বলে জানিয়েছেন ওরিয়ন চা বাগানের ম্যানেজার অশোক চক্রবর্তী।
advertisement
advertisement
চিতাবাঘের আক্রমণের এই খবর দ্রুত বন দফতরকে দেওয়া হয়। কিন্তু স্থানীয় মানুষের ক্ষোভ চিতাবাঘটিকে ধরার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়নি বনকর্মীরা। উল্লেখ্য, হামেশাই জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানার ঘটনা ঘটছে। তাদের আক্রমণে চা শ্রমিকরা আহত হচ্ছেন, কখনও কখনও মৃত্যুও ঘটছে। ফলে চিতা বাঘ নিয়ে ক্রমশই আতঙ্ক বাড়ছে চা বলয়ে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত চা শ্রমিক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement