Alipurduar News: হাসপাতালের দেওয়াল থেকে টাইলস খসে পড়ে আহত রোগী!
- Published by:kaustav bhowmick
Last Updated:
ফিমেল ওয়ার্ডে আচমকা দেওয়াল থেকে টাইলস খসে পড়ে। সেই সময় দেওয়ালের দিকে শুয়ে ছিলেন রেশমি রাওয়াত নামে ওই রোগী।
আলিপুরদুয়ার: হাসপাতালের দেওয়াল থেকে আচমকা টাইলস খসে আহত হলেন রোগী। এই ঘটনায় পিঠে আঘাত পেয়েছেন রেশমি রাওয়াত নামে ওই রোগী। লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের ঘটনা।
আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে অবস্থিত এই হাসপাতালটি। সেখানকার ফিমেল ওয়ার্ডে আচমকা দেওয়াল থেকে টাইলস খসে পড়ে। সেই সময় দেওয়ালের দিকে শুয়ে ছিলেন রেশমি রাওয়াত নামে ওই রোগী। তিনি পিঠে গুরুতর আঘাত পান। পাশাপাশি জানা গিয়েছে ওই হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডেও একইরকমভাবে টাইলস খসে পড়েছে। তবে সেখানে কেউ আহত হয়নি।
advertisement
advertisement
হাসপাতালের দেওয়াল থেকে টাইলস খসে পড়ে রোগী আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাকিদের মধ্যে। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগও করা হয়। সেই অভিযোগ পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুভাষ কর্মকার। এরপর তাঁর নির্দেশে দেওয়ালের পাশ থেকে রোগীদের সরিয়ে অন্য বেডে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দেওয়ালের টাইলস মেরামতেরও কাজও শুরু হয়। প্রশাসন তৎপর হওয়ায় স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 6:28 PM IST