Hooghly News: চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র
- Published by:kaustav bhowmick
Last Updated:
সাপের আতঙ্কের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র! খেয়াল নেই প্রশাসনের
হুগলি: দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই স্থায়ী বিল্ডিং এবং মিড ডে মিলের রান্নাঘর। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে ছোট ছোট পড়ুয়াদের পঠনপাঠন। এমনই ছবি উঠে এল নিউজ ১৮ লোকালের ক্যামেরায়।
আরও পড়ুন: মা-বাবার ছবি এঁকে সে কী আনন্দ অনাথ শিশুদের!
হুগলির গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের বিজলকোনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না চলছে ত্রিপল এবং ভাঙা অ্যাসবেস্টারে ঢাকা অস্থায়ী কাঠামোয়। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ।
advertisement
অভিভাবকদের অভিযোগ একটি ছোট ঘরের মধ্যে শিশুদের পঠন-পাঠন চলে। কিন্তু সেখানে সাপের আতঙ্ক আছে। এই পরিবেশের সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন মা-বাবারা। এদিকে এমন পরিবেশে তাঁদের কাজ করতে হওয়ায় ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষক এবং কর্মীরা। তাঁরাও জানান বারবার প্রশাসনকে বিষয়টি জানালেও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে আর কতদিন ছোট ছোট বাচ্চাদের নিয়ে ক্লাস করতে হবে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 5:47 PM IST

 
              