#জলপাইগুড়ি: বর্তমানে, বিশেষ করে এই করোনাকালে শিশুমনের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোনে গেমের আসক্তি। নিত্যদিন প্রত্যেকটি বাড়িতেই এই এক সমস্যা দেখা গিয়েছে। মোবাইল ফোনে গেমের কারণে কোণঠাসা হয়ে পড়েছে প্রত্যেক শিশু-কিশোর। মোবাইলে গেম খেলতে বাধা পেয়ে অভিমানে কিটনাশক খেয়ে আত্মহত্যা করল একাদশ শ্রেণির ছাত্র। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের ফুলকাডাবুরি গ্রামে৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রের পরিবারের দাবি, সরকারের উচিত মোবাইল গেমগুলিকে বন্ধ করে দেওয়া, তাহলে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যাবে৷ এদিন দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri, Mobile Game