Jalpaiguri News: বৃদ্ধাশ্রম ঠিকানা নয় বাবা মায়ের! এই বার্তা নিয়ে সাইকেলে জলপাইগুড়ি থেকে বাড়ি রওনা জওয়ানের
Last Updated:
দেশ রক্ষার্থে, দেশ ভালবেসে বর্তমান প্রজন্মের শিক্ষিত যুবক-যুবতীরা সেনাবাহিনীর কাজে নিয়োজিত হন, অনুরোধ সৈনিক সঞ্জয়ের
#জলপাইগুড়ি: অল্প কয়েক কিলোমিটার পথ কাজের প্রয়োজনে বের হলে সাইকেল ব্যবহার করুন। পেট্রোল এবং ডিজেলের দাম অগ্নিমূল্য অযথা পেট্রোল ডিজেল না পুড়িয়ে মোটরবাইক বা গাড়ি ব্যবহার করা বন্ধ করুন।দেশ রক্ষার্থে দেশ ভালবেসে বর্তমান প্রজন্মের শিক্ষিত যুবক-যুবতীরা সেনাবাহিনীর কাজে নিয়োজিত হন। অনুরোধ সৈনিক সঞ্জয়ের।
বাস অথবা ট্রেনে যাত্রা নয়। এবার সাইকেল চেপে ৬০০কিলোমিটার পথে অতিক্রম করে বাড়ির উদ্দেশে রওনা হলেন এক ভারতীয় সীমানা রক্ষাকারী সৈনিক। তার সাইকেলে চেপে যাওয়ার মূল উদ্দেশ্য হলো সমাজে কিছু বার্তা দেওয়া। যেমন ছোট্টবেলায় মা বাবার মানুষ করে সন্তানকে সেই মা-বাবা কি বৃদ্ধাশ্রম অথবা বাড়ি থেকে বের করে দেয় কিছু অংশ ছেলে অথবা মেয়ে ।
advertisement
advertisement
আরও পড়ুন: উদ্ধার ৩০ হাজার নিষিদ্ধ মাদক-ট্যাবলেট, মালদহে এসটিএফের হাতে গ্রেফতার আন্তঃরাজ্য চক্র
জলপাইগুড়ির রানীনগর থেকে শনিবার সাতসকালে সাইকেল নিয়ে জলপাইগুড়ি থেকে কোলকাতার চন্দননগরের উদ্দেশ্যে রওনা হলেন সীমান্তরক্ষী। শনিবার সকালে নারকেল ফাটিয়ে রওনা করিয়ে দিলেন তাঁর কয়েকজন সহকর্মীরা। বয়স তাঁর ৩৩ প্রায়, কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যোগদান করেছিলেন তিনি৷
advertisement
এখন তার কর্মজীবন চলছে জলপাইগুড়ি রানীনগরে। সেখান থেকে আজ সকালে সাইকেল নিয়ে কিছু বার্তা সাইকেলের সামনে লিখে প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে বাড়িতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলেন৷
তাঁর মূল উদ্দেশ্য যেমন সীমান্তে ভারতমাকে রক্ষা করেন অনেকে, তেমনই বাড়িতে রয়েছেন মা-বাবা, তাঁদেরও রক্ষা, সুরক্ষিত রাখা উচিত। সেই বার্তা সাইকেলের সামনে একটি ব্যানার মধ্যে লিখে রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে। বিএসএফ জওয়ানের নাম সঞ্জয় সাতরা বাড়ি কলকাতায়। এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
First Published :
October 22, 2022 7:28 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বৃদ্ধাশ্রম ঠিকানা নয় বাবা মায়ের! এই বার্তা নিয়ে সাইকেলে জলপাইগুড়ি থেকে বাড়ি রওনা জওয়ানের