Jalpaiguri News: অন্যের বউয়ের সঙ্গে পরকীয়ায় মত্ত স্বামী, লুকিয়ে ঢুকলেন স্ত্রী! পরের কাণ্ড ভয়ানক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jalpaiguri News: ব্যক্তির ২টি সন্তান ও মহিলার একটি সন্তান রয়েছে। এদিন স্ত্রী জানতে পেরে দল বেঁধে ভাড়া বাড়িতে আসেন এবং অপর মহিলার উপর চড়াও হন।
জলপাইগুড়ি: স্ত্রী থাকতেও অপর এক বিবাহিত মহিলাকে ভাড়া বাড়িতে রেখে পরকীয়া! বউ এসে হাতেনাতে স্বামীর পরকীয়া ধরলেন। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি এলাকার ধূপগুড়ির মিলপাড়া এলাকায়।
জানা গিয়েছে, বিয়ের দশ বছর হওয়ার পরেও গয়েরকাটার এক ব্যক্তি অপর এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। ধূপগুড়ির মিলপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে রাখেন প্রেমিকাকে। পরকীয়ার টানে মহিলাও তাঁর স্বামীকে ছেড়ে ভাড়াবাড়িতে চলে আসেন।
আরও পড়ুন: স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক
advertisement
advertisement
সেই বাড়িতে ওই ব্যক্তির নিয়মিত যাতায়াত ছিল। তার ২টি সন্তান ও মহিলার একটি সন্তান রয়েছে। এদিন স্ত্রী জানতে পেরে দল বেঁধে ভাড়া বাড়িতে আসেন এবং অপর মহিলার উপর চড়াও হন। ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ।
advertisement
এই বিষয় নিয়ে ওই প্রেমিকা বলেন, ''আমার সঙ্গে বহু দিনের চেনা পরিচিতি ছিল। আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি। আমাকে বিভিন্ন জায়গা নিয়ে যায় এবং ভাড়াবাড়িতে রাখে। আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার স্বীকৃতি চাই।''
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2023 10:55 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অন্যের বউয়ের সঙ্গে পরকীয়ায় মত্ত স্বামী, লুকিয়ে ঢুকলেন স্ত্রী! পরের কাণ্ড ভয়ানক