হোম /খবর /জলপাইগুড়ি /
হাতির হানায় মৃত্যুর ঘটনা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা প্রশাসনের

Madhyamik Exam 2023: হাতির হানায় মৃত্যুর ঘটনা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা প্রশাসনের

X
জলপাইগুড়িতে [object Object]

Madhyamik Exam 2023: ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য জঙ্গলের ভেতরের সেই পথটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

  • Share this:

    জলপাইগুড়ি: রাজগঞ্জ ব্লকের মহারাজঘাট এলাকায় হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর নড়েচড়ে বসল প্রশাসন। হাতি অধ্যুষিত জঙ্গল এলাকার পড়ুয়াদের গাড়ি করে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেল প্রশাসন ও বনদফতর। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য জঙ্গলের ভেতরের সেই পথটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

    পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনই বৈকন্ঠপুর বনবিভাগের মহারাজ ঘাট এলাকায় হাতির হানায় মৃত্যু হয় অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এরপর মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সকল পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে কর্ডন করে নিয়ে যাওয়ার। সেই নির্দেশেই এমন তৎপরতা প্রশাসনের।হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে জলপাইগুড়ি টাকিমারী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোক প্রকাশ করেছেন।

    এরপরই পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থার নির্দেশ দেন ওই এলাকায়। শুক্রবার জেলা শাসক মৌমিতা গোদরা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ফরেস্টের আধিকারিকরা পৌঁছে যান মৃত পরীক্ষার্থীর বাড়িতে, পরিবারের সঙ্গেও দেখা করেন। এদিন সরকারি ভাবে বিশেষ বাস এবং বন দফতরের গাড়ি ব্যবস্থা করা হয় ওই এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।

    এদিন সকাল থেকেই চলছে সচেতনতার মাইকিং প্রচার। ফরেস্ট এলাকা দিয়ে পুরোপুরি বন্ধ যাতায়াত। বনকর্মীরা নজরদারি চালাচ্ছে ফরেস্ট এলাকায়। শুক্রবার জেলা শাসক মৌমিতা গোদরা বসু বলেন, যেহেতু এই রাস্তাটা বিপদজনক তাই আপাতত কিছুদিনের জন্য এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও চেষ্টা করা হচ্ছে পরবর্তীতে এই এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা যায়।

    আরও পড়ুন,  আর চিন্তা থাকবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের, বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য

    আরও পড়ুন, দুয়ারে পর্ষদ সভাপতি, মাধ্যমিকের মাঝেই বেনজির ঘটনা! প্রশ্নফাঁস নিয়ে মন্তব্য

    মাধ্যমিক পরীক্ষার্থী সৃজিতা বিশ্বাস জানায়, আমাদের খুব ভাল হল। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই গাড়িটা পেয়ে। কারণ পরীক্ষা দেওয়ার সময় গাড়ি পাওয়ার অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রশাসনের এমন উদ্যোগে খুব খুশি।

    সুরজিৎ দে

    First published:

    Tags: Madhyamik 2023