Madhyamik Exam 2023: আর চিন্তা থাকবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের, বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য

Last Updated:

Madhyamik Exam 2023: বন দফতরের গাড়িতেই পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া, আসার ব্যবস্থা করা হয়েছে।

আর চিন্তা থাকবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের
আর চিন্তা থাকবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের
কলকাতা: আজ থেকে রাজ্য বন দফতরে চালু থাকছে কন্ট্রোল রুম। বিভিন্ন বনাঞ্চল লাগোয়া গ্রামগুলির পরীক্ষার্থীরা যাতে সহজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তার ব্যবস্থা করবে রাজ্য বন দফতর। আজ বন দফতরের গাড়িতেই পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া, আসার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার মহারাজঘাট-এর বাসিন্দা এক মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস বেলাকোবা হাইস্কুলে তার পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষায় যাওয়ার সময় ভালোবাসা মোড় জঙ্গল এলাকায় হাতির আক্রমণে প্রাণ হারায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় একাধিক।
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে রাজ্যের বন দফতর অরণ্যভবনে উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এর জেলাশাসক এবং এই জেলাগুলির বন দফতরের এর সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করে।
advertisement
advertisement
জঙ্গলগুলির প্রবেশপথে ড্রপগেট নির্মাণ, ড্রপগেট থাকলে তার মেরামতি ও রক্ষণাবেক্ষণ। জঙ্গল সংলগ্ন বিভিন্ন গ্রামগুলিতে হাতি সহ অন্যান্য হিংস্র জন্তুদের হানার প্রতিরোধস্বরূপ ব্যবস্থাগ্রহণ, জঙ্গল এলাকায় জনসচেতনতার যথাযথ বিজ্ঞপ্তি-প্রকাশ, জঙ্গল এলাকায় মাইক দিয়ে জনসচেতনতামূলক প্রচার, সংশ্লিষ্ট জঙ্গলগুলির মধ্যের রাস্তাগুলির সাবধানতার সঙ্গে ব্যবহার, প্রয়োজনস্বরূপ এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য যদি জঙ্গলের রাস্তা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বন দফতর নিজস্ব দায়িত্বে সেই সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে তাদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া ও বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা। এর পাশাপাশি প্রয়োজনে বন দফতরের গাড়ি ভাড়া করা, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
advertisement
অরণ্যভবনে এ বিষয়ে (মোবাইল নম্বর- ৯৪৩৩১৪৭৯০৪) একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিষয়টিতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ICSE, CBSE, ISC, CBSC+2 পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন জেলাগুলির বন দফতরের আধিকারিক সহ সকল কর্মচারীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলাশাসক ও শিক্ষা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Exam 2023: আর চিন্তা থাকবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের, বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement